ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

১৪০ কেজি ওজনেই পিষ্ট রশিদের দল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৪ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৯
১৪০ কেজি ওজনেই পিষ্ট রশিদের দল ছবি: সংগৃহীত

উচ্চতা ৬ ফুট ৫ ইঞ্চি, ওজন ১৪০ কেজি! আন্তর্জাতিক ক্রিকেটের এক বিস্ময় জাগানিয়া ক্রিকেটার রাহকিম কর্নওয়াল। ওয়েস্ট ইন্ডিজের এই অলরাউন্ডারের বোলিং তাণ্ডবে একমাত্র টেস্ট সিরিজের প্রথম দিনেই গুটিয়ে গেছে ব্যাটিংয়ে নামা আফগানিস্তান।

বুধবার (২৭ নভেম্বর) সিরিজের একমাত্র টেস্টে ভারতের লুখনোতে রশিদ খানের দল আফগানিস্তান ব্যাটিংয়ে নেমে ১৮৭ রানে অলআউট হয়ে যায়। মাত্র দ্বিতীয় টেস্ট খেলতে নামা ২৬ বছর বয়সী কর্নওয়াল একাই তুলে নেন সাতটি উইকেট।

জবাবে, ব্যাটিংয়ে নেমে দিন শেষে ২ উইকেট হারিয়ে উইন্ডিজ তুলেছে ৬৮ রান। প্রথম দিন শেষে ১১৯ রানে পিছিয়ে জেসন হোল্ডারের দল।

ব্যাটিংয়ে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে আফগানরা। ওপেনার ইব্রাহিম জাদরান করেন ১৭ রান। আরেক ওপেনার জাভেদ আহমাদি ৩৯, ইহসানুল্লাহ ২৪, রহমত শাহ ৪, আসগর আফগান ৪, নাসির জামাল ২ রান করেন। এছাড়া, আফসার জাজাই ৩২, দলপতি রশিদ খান ১, আমির হামজা ৩৪, ইয়ামিন আহমাদজাই ১৮, জহির খান ০ রান করেন।

অফস্পিনার রাহকিম কর্নওয়াল ২৫.৩ ওভারে ৫ মেডেন নিয়ে ৭৫ রানের বিনিময়ে তুলে নেন সাতটি উইকেট। জেসন হোল্ডার দুটি আর ওয়ারিকান একটি করে উইকেট পান।

ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি ক্যারিবীয়ানদের। ওপেনার কার্লোস ব্রাথওয়েইটকে ১১ রানে ফিরিয়ে দেন আমির হামজা। আর তিন নম্বরে নামা শাই হোপকে (৭) বিদায় করেন রশিদ খান। আরেক ওপেনার জন ক্যাম্পবেল ৩০ আর শামরাহ ব্রুকস ১৯ রানে অপরাজিত আছেন।

ছবি: সংগৃহীতরাহকিম কর্নওয়াল নিজের অভিষেক ম্যাচে ভারতের বিপক্ষে প্রথম ইনিংসে ৪১ ওভারে ১০৫ রান খরচায় তুলে নেন তিনটি উইকেট। দ্বিতীয় ইনিংসে কোনো উইকেট পাননি। আফগানদের বিপক্ষে ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট খেলতে নামার আগে প্রস্তুতি ম্যাচে ব্যাট হাতে ১০ আর অপরাজিত ৪৪ রান করার পাশাপাশি বল হাতে ৫৪ রানে তুলে নেন চারটি উইকেট।

বাংলাদেশ সময়: ১৭০৪ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৯
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।