ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বাঁশখালীতে আগুনে পুড়লো ৯ দোকান

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২২ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২৫
বাঁশখালীতে আগুনে পুড়লো ৯ দোকান ...

চট্টগ্রাম: বাঁশখালীর খানখানাবাদ ইউনিয়নের ছৈয়দ আহমেদ টেক এলাকায় আগুনে পুড়েছে ৯টি দোকান।  

শনিবার (১৮ জানুয়ারি) দিবাগত রাত ১টার দিকে বৈদুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে বাঁশখালী ফায়ার সার্ভিস।

আগুনে পুড়েছে মোহাম্মদ পারভেজের মুদি দোকান, ছৈয়দের দোকান, হারুনের তরকারির দোকান, রুবেলের মুদি দোকান, মিনারের কীটনাশকের দোকান, ইউনুসের মোবাইল পার্টস এর দোকান, আজিজ আহমেদের রাইচ মিল ও কাশেমের ২টি দোকান।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে হঠাৎ আগুন জ্বলতে দেখে স্থানীয় লোকজন দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে।

এতে প্রায় ২৫-৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।

বাঁশখালী ফায়ার সার্ভিস স্টেশন ও সিভিল ডিফেন্স ইনচার্জ মো. মিজানুর রহমান বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন নেভাতে সক্ষম হন স্থানীয়রা। বৈদুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৩০৫ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২৫
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।