ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

কর্ণফুলীতে যৌথবাহিনীর অভিযান, ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৫ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২৫
কর্ণফুলীতে যৌথবাহিনীর অভিযান, ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ...

চট্টগ্রাম: কর্ণফুলীতে যৌথবাহিনীর অভিযানে ৭৭ পিস ইয়াবাসহ কামরুল হাসান (২৮) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (১৮ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার শিকলবাহা ৩ নম্বর ওয়ার্ড বাদল পাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তারকৃত কামরুল বাদল পাড়া এলাকার মৃত জরিপ আলীর ছেলে।

পুলিশ জানায়, রাতে গোপন সংবাদের ভিত্তিতে সেনা সদস্য ও পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে ৭৭ পিস ইয়াবাসহ কামরুলকে আটক করে।

পরে তাকে থানায় সোপর্দ করা হয়।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ জানান, কামরুলের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২৫ 
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।