ঢাকা, মঙ্গলবার, ২৮ মাঘ ১৪৩১, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১১ শাবান ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বোয়ালখালীতে দাড়ি কামালসহ গ্রেপ্তার ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২৫
বোয়ালখালীতে দাড়ি কামালসহ গ্রেপ্তার ২

চট্টগ্রাম: বোয়ালখালীতে কামাল উদ্দিন প্রকাশ দাড়ি কামাল (৫৬) ও ককটেল শফির ছেলে মো. টিপুকে (২৫) গ্রেপ্তার  করেছে পুলিশ।  

সোমবার (১০ ফেব্রুয়ারি) রাতে পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, দাড়ি কামাল উপজেলার পশ্চিম শাকপুরার মৃত ছালে আহমদের ছেলে। তার বিরুদ্ধে রয়েছে ২টি ডাকাতি মামলা, একটি নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলা এবং ৭টি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা।

 

এছাড়া পশ্চিম চরণদ্বীপের বাসিন্দা মো.শফি প্রকাশ ককটেল শফির ছেলে টিপু একটি ডাকাতি মামলার আসামী।  

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার বাংলানিউজকে বলেন, ডাকাতিসহ একাধিক মামলার দুই আসা দাড়ি কামাল ও টিপুকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার আদালতে আসামিদের পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১০৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২৫ 
বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।