চট্টগ্রাম: নগরের ছিন্নমূল মানুষের জন্য বিনামুল্যে মাসব্যাপী ইফতার ও সেহরির আয়োজন করেছে বিদ্যানন্দ ফাউন্ডেশন। চট্রগ্রাম সিটি করপোরেশনের সার্বিক সহযোগিতায় এই আয়োজন চলবে রমজানব্যাপী।
বিপ্লব উদ্যানে রোববার (২ মার্চ) বিকেলে এ আয়োজনের উদ্বোধন করেন মেয়র ডা. শাহাদাত হোসেন। সেখানে প্রথম দিন ছয় শতাধিক মানুষ ইফতার করেন।
এনায়েত বাজার শাহি জামে মসজিদে অসচ্ছল মানুষের মাঝে বিএনপি ও অঙ্গ সংগঠন আয়োজিত ইফতারের আয়োজন পরিদর্শন করেন মেয়র। এ সময় চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্করসহ বিএনপি নেতারা উপস্থিত ছিলেন।
সিটি মেয়র বলেন, বিদ্যানন্দ ফাউন্ডেশন সবসময় ভালো কাজ করে। সিটি করপোরেশন তাদের সব ভালো কাজে পাশে আছে, ভবিষ্যতেও থাকবে। তিনি আশা করেন বিদ্যানন্দ ফাউন্ডেশনের মতো সমাজের অন্যান্য বিত্তবান মানুষেরাও ছিন্নমূল মানুষদের পাশে দাঁড়াবেন।
বিদ্যানন্দ ফাউন্ডেশনের গভর্নিং বডির সদস্য জামাল উদ্দিন বলেন, সাম্য ও ভ্রাতৃত্বের আহবান নিয়ে প্রতিবছর পবিত্র রমজান আমাদের সামনে হাজির হলেও ধনী দরিদ্রের বৈষম্য রয়ে যায়। তাই ইফতার ভাঙার মুহূর্তে সেই বৈষম্য ভাঙার প্রচেষ্টার অংশ হিসেবে এই ধরনের আয়োজন আমরা করে থাকি। সারাদেশে লক্ষাধিক ছিন্নমূল রোজাদারকে ইফতার ও সেহেরি খাওয়াব আমরা। চট্টগ্রামে এই উদ্যোগের অংশ হিসেবে প্রতিদিন ১ হাজার মানুষ বিনামুল্যে সেহেরি ও ইফতার পাবেন বিপ্লব উদ্যান, সিআরবিসহ বিভিন্ন এলাকায়।
অনুষ্ঠানে মেয়রের একান্ত সহকারী মারুফুল হক মারুফ, সৃজনশীল প্রকাশক পরিষদ সভাপতি সাহাবুদ্দিন বাবু, পাঁচলাইশ থানার ওসি মো. সোলেমান প্রমুখ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, মার্চ ২.২০২৫
এআর/পিডি/টিসি