চট্টগ্রাম: নগরের রাজাখালি, চাক্তাই এলাকার সেমাই কারখানাগুলোতে অভিযানে গিয়ে অস্বাস্থ্যকর নোংরা ময়লা পরিবেশ দেখেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা।
অভিযানের সময় তারা দেখেন, তেলাপোকা মাছিসহ বিভিন্ন ধরনের ক্ষতিকর কীটপতঙ্গ সেমাইয়ের ওপর অবাধে বিচরণ করছে।
সোমবার (১৭ মার্চ) ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় ও জেলা কার্যালয় এবং জাতীয় গোয়েন্দা নিরাপত্তা সংস্থা (এনএসআই) এ অভিযান পরিচালনা করেছে।
অভিযানে রফিক ফুড প্রোডাক্টসকে ১ লাখ টাকা, ইমরান ফুড প্রোডাক্টসকে ৪০ হাজার টাকা, মোস্তফা সেমাই ফ্যাক্টরিকে ১ লাখ টাকা, আ রহিম সেমাই ফ্যাক্টরিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ পরিচালক ফয়েজ উল্যাহ, সহকারী পরিচালক মো. রানা দেবনাথ, আনিছুর রহমান, মাহমুদা আক্তার। উপস্থিত ছিলেন আলোকচিত্রী মো. আফতাবুজ্জামান।
জনস্বার্থে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ফয়েজ উল্যাহ।
বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, মার্চ ১৭, ২০২৫
এআর/পিডি/টিসি