ঢাকা, বুধবার, ১২ চৈত্র ১৪৩১, ২৬ মার্চ ২০২৫, ২৫ রমজান ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

দেশে অরাজকতা রুখতে নির্বাচনের বিকল্প নেই: সরওয়ার আলমগীর 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩১ ঘণ্টা, মার্চ ২৪, ২০২৫
দেশে অরাজকতা রুখতে নির্বাচনের বিকল্প নেই: সরওয়ার আলমগীর 

চট্টগ্রাম: দেশে অরাজকতা বেড়ে গেছে মন্তব্য করে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলমগীর বলেছেন, ধর্ষণ, চুরি-ডাকাতি, আইন-শৃঙ্খলার অবনতিসহ দেশের চলমান পরিস্থিতি থেকে রক্ষা পেতে নির্বাচিত সরকারের বিকল্প নেই। তাই অচিরেই নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে।

সোমবার (২৩ মার্চ) সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য কামনায় নারায়ণ হাট কলেজ মাঠে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির 
বক্তব্যে তিনি এসব কথা বলেন।  

তিনি বলেন, স্বৈরাচারী শেখ হাসিনা পালিয়ে গেলেও থেমে নেই ষড়যন্ত্র।

একের পর এক দেশ নিয়ে ষড়যন্ত্র করে যাচ্ছে।  তাদের দোসররা প্রশাসনের আশেপাশে ঘুরাঘুরি করছে। তাদের গ্রেপ্তার করতে হবে।

এ সময় তিনি উত্তর ফটিকছড়িতে ৫ আগস্টের পর যে হত্যাকাণ্ড হয়েছে সব হত্যাকাণ্ডের বিচার দাবি করেন।

নারায়ণহাট ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাস্টার মো. আবুল বশরের সভাপতিত্বে ও মীর আলী আকবরের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ফটিকছড়ি পৌরসভা বিএনপি আহ্বায়ক মোবারক হোসেন কাঞ্চন, বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম চৌধুরী, সাবেক ছাত্রনেতা মহিউদ্দিন আজম তালুকদার, মাস্টার আবু তাহের চৌধুরী, মাষ্টার এনামুল হক, আবুল বশর, নাছির উদ্দীন, জেলা যুবদলের সহ সভাপতি মুনসুর আলম চৌধুরী, মোশারাফুল আনোয়ার চৌধুরী মশু, মো. হানজালা, একরামুল হক, মো. মোস্তাফা, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মহিন উদ্দিন মেসি ও আনিছুর রহমান টিটু।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, মার্চ ২৪, ২০২৫
পিডি/টিসি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।