চট্টগ্রাম: মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম বলেছেন, উৎসবমুখর পরিবেশে আমরা নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণ করব। যার যা দায়িত্ব তা আমরা পালন করব।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে নগরের কোতোয়ালী থানার জেএম সেন হলে চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদের মণ্ডপ পরিদর্শনে এসে এসব কথা বলেন তিনি।
সামনে এগিয়ে যাওয়া ছাড়া কোনো বিকল্প নেই জানিয়ে ফারুক ই আজম বলেন, আমরা আর পেছনে যেতে পারব না। আমাদের শিক্ষা, স্বাস্থ্য ও সামগ্রিক অর্থনীতি যাতে সমৃদ্ধির দিকে নিতে পারি সেটার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আমরা নিয়োজিত আছি। বাঙালির জাতীয় চেতনার মধ্যে দুর্গোৎসব অনাদিকাল থেকে এবং এটা জীবনের অংশ। এটা সর্বজনীন উৎসব।
তিনি বলেন, এ বছর সরকারের সর্বাত্মক প্রচেষ্টা আছে যাতে উৎসব সাবলীলভাবে আয়োজিত হয়। এটার সার্বিক একটা রূপ আছে। নানা ধর্মের মানুষ উৎসব আয়োজনে শামিল হয়। সকাল থেকে আমি কয়েকটি মণ্ডপ পরিদর্শন করেছি। কাঠগড়ে একটি মণ্ডপে গেছি। পরিসর সংকীর্ণ হলেও তাদের হৃদয় প্রসারিত এবং আনন্দের উচ্ছ্বাসও উপলব্ধি করেছি। আগ্রাবাদে একটি মণ্ডপে গেছি। একতা গোষ্ঠী, তারা সম্প্রীতির এক অনন্য প্রদর্শনী আয়োজন করেছে।
অনুষ্ঠানে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন, মহানগর পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, জেলা প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এমআই/টিসি