চট্টগ্রাম: বিশ্বজুড়ে পর্যটন শিল্পের শীর্ষ আন্তর্জাতিক প্ল্যাটফর্ম গ্লোবাল ট্রাভেল মিট-২০২৫ এ যোগ দিতে মালয়েশিয়া যাচ্ছেন চট্টগ্রাম এভিয়েশন ক্লাবের ৩৩ সদস্যের একটি প্রতিনিধি দল। এভিয়েশন খাতে বিভিন্ন দেশের সঙ্গে অংশীদারিত্বমূলক বাজার সম্প্রসারণের বিষয়ে শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলা এ সফরের লক্ষ্য।
মঙ্গলবার দিবাগত রাতে (১ অক্টোবর) চট্টগ্রাম এভিয়েশন ক্লাবের প্রতিনিধি দলটি মালয়েশিয়ার কুয়ালালামপুরের উদ্দেশে শাহ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। চার দিনের সফর শেষে রবিবার (৫ অক্টোবর) তারা দেশে ফিরবেন।
প্রতিনিধি দলের সদস্যদের মধ্যে আছেন- চট্টগ্রাম এভিয়েশন ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য, প্রতিনিধি দলের চীফ কোর্ডিনেটর ও নভোএয়ার ডিরেক্টর সোহাইল মজিদ, ক্লাবের সাবেক সভাপতি মো. আসিফ চৌধুরী, বর্তমান সভাপতি একরামুল ইসলাম বিলাস, মনজুর মোরশেদ, মনোজিৎ সেনগুপ্ত, মনিরুল ইসলাম, রিজওয়ানুল ইসলাম, সুমিত বিশ্বাস, তানভীর ইসলাম, শাহাদাত হোসাইন, মাইনুল ইসলাম, ইকরাম দিপু প্রমুখ।
প্রতিনিধি দলের চীফ কোর্ডিনেটর ও নভোএয়ার ডিরেক্টর সোহাইল মজিদ বলেন, সদস্যদের এরকম ট্যুর শুধু রিক্রেশিয়নের জন্য নয়, এভিয়েশন সেক্টরে আন্তর্জাতিক ভাবে দক্ষতারও স্বাক্ষর রাখবে। তিনি প্রতিনিধি দলের সকল সদস্যের জন্য শুভকামনা জানিয়ে বলেন, আমরা সবাই একই পরিবারের সদস্য, এ সংগঠন অসহায়, দুঃস্থ নিপীড়িত মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে।
চট্টগ্রাম এভিয়েশন ক্লাবের সাবেক সভাপতি মো. আসিফ চৌধুরী জানিয়েছেন, আমরা বরাবরের মত এবারও দেশের বাইরে ক্লাব মেম্বারদের রিক্রেশন এর পাশাপাশি আন্তর্জাতিক পরি মন্ডলে কাস্টমার সেবার অভিজ্ঞতা অর্জন এবং নিজেদেরকে মাল্টি কালচারে অভ্যস্ত করে গড়ে তোলাই এই যাত্রার উদ্দেশ্য, এতে মেম্বারদের কর্মক্ষমতা এবং পরিপক্ষতা অর্জনে সুযোগ হয়।
গ্লোবাল ট্রাভেল মিটে আসিয়ানভুক্ত বিভিন্ন দেশ, এশিয়া, আফ্রিকা, আমেরিকা ও ইউরোপের বিভিন্ন দেশের এভিয়েশন খাতের ৬০০ জনেরও বেশি প্রতিনিধি অংশ নেবেন। তারা তাদের পর্যটন সংশ্লিষ্ট বিভিন্ন অফার ও পরিসেবা প্রদর্শন করবেন। এছাড়া সেখানে প্রতিনিধিদের মধ্যে মতবিনিময় সেমিনার ও নেটওয়ার্কিং অনুষ্ঠিত হবে।
চার দিনের সফরে চট্টগ্রাম এভিয়েশন ক্লাবের প্রতিনিধিরা মালয়েশিয়ার আকর্ষণীয় শহর পুত্রজায়া, গান্টিং হাইল্যান্ড, রিভার ক্রুজ, টুইন টাওয়ার ও কুয়ালালামপুরের বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করবেন। এছাড়া কুয়ালালামপুরে এভিয়েশন খাতের বিভিন্ন প্রতিষ্ঠানও পরিদর্শন করবেন।
চট্টগ্রাম এভিয়েশন ক্লাবের এ সফরে পৃষ্ঠপোষকতা করেছে এন জেড ট্রিপ, সেরী মেছান ট্রাভেল , জেএমকে ট্রিপ, গালফ ট্রাভেলস, বিফ্রেশ লিমিটেড ও টার্কিশ এয়ারলাইনস।
এমআর/টিসি