ঢাকা, বৃহস্পতিবার, ১ কার্তিক ১৪৩২, ১৬ অক্টোবর ২০২৫, ২৩ রবিউস সানি ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রাম ইপিজেডে কারখানায় ভয়াবহ আগুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫৭, অক্টোবর ১৬, ২০২৫
চট্টগ্রাম ইপিজেডে কারখানায় ভয়াবহ আগুন ছবি: সোহেল সরওয়ার

চট্টগ্রাম: নগরের রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চল (সিইপিজেড) এলাকার ‘অ্যাডামস ক্যাপ অ্যান্ড টেক্সটাইল লিমিটেড’ নামে একটি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।  

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর ২টার দিকে কারখানাটিতে আগুন লাগে।

নয়তলা ভবনের ওই কারখানায় প্রায় পাঁচ শতাধিক শ্রমিক কাজ করেন। এ কারখানায় মেডিক্যাল একসেসরিজ তৈরি হতো।
তবে কেউ আটকা পড়েছেন কি-না, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

চট্টগ্রামের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আলমগীর হোসেন বাংলানিউজকে বলেন, দুপুর পৌনে দুইটার দিকে কারখানায় আগুনের সংবাদ পেয়েছি। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট কাজ করছে। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে বা কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি-না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

সূত্র জানায়, আগুন নেভানোর কাজে সহযোগিতা করছে বাংলাদেশ নৌবাহিনীর ৬টি ইউনিট। বাংলাদেশ বিমানবাহিনীর ফায়ার সার্ভিসের ইউনিটও কাজ করছে।

এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।