ঢাকা, সোমবার, ২৩ আষাঢ় ১৪৩২, ০৭ জুলাই ২০২৫, ১১ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

নিজ দলের কর্মীকে পেটালো চবি ছাত্রলীগ 

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:১৫, অক্টোবর ১৫, ২০২১
নিজ দলের কর্মীকে পেটালো চবি ছাত্রলীগ 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নিজ দলের কর্মীকে পিটিয়ে আহত করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কর্মীরা

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এ নিয়ে ক্যাম্পাসে উত্তেজনা সৃষ্টি হয়।

পরে প্রক্টরিয়াল বডি পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।  

মারধরের শিকার বাংলা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শিহাব আরমান মুনির শাখা ছাত্রলীগের বগি ভিত্তিক সংগঠন সিক্সটি নাইনের অনুসারী।

 মারধরকারীরা ছাত্রলীগের বগি ভিত্তিক উপগ্রুপ সিএফসির অনুসারী।  

জানা গেছে, সিএফসি গ্রুপের কর্মী শিহাব আরমান মুনির শহীদ মিনারে আড্ডা দেওয়ার সময় সিক্সটি নাইনের  কয়েকজন কর্মী এসে মারধর শুরু করে। পরে তাকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয় মেডিক্যাল সেন্টারে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।  

মারধরের খবর ছড়িয়ে পড়লে শাহজালাল হলে থাকা সিক্সটি নাইনের অনুসারী ও আমানত হলে থাকা সিএফসির অনুসারীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।  

প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া বাংলানিউজকে বলেন, শিক্ষার্থীদের মধ্যে কিছুটা উত্তেজনা দেখা দিয়েছিলো। আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছি।  

বাংলাদেশ সময়: ১০০৩ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২১
এমএ/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।