ঢাকা, সোমবার, ২৩ আষাঢ় ১৪৩২, ০৭ জুলাই ২০২৫, ১১ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

স্বাভাবিক নিয়মেই চলবে চবির ক্লাস-পরীক্ষা

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪৮, জানুয়ারি ১৮, ২০২২
স্বাভাবিক নিয়মেই চলবে চবির ক্লাস-পরীক্ষা ...

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: করোনা ভাইরাসের প্রকোপ বাড়লেও এখন পর্যন্ত স্বাভাবিক নিয়মেই ক্লাস-পরীক্ষা ও একাডেমিক কার্যক্রম চলমান রাখার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কর্তৃপক্ষ।  

মঙ্গলবার (১৮ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ২৪১তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

চবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এসএম মনিরুল হাসান বাংলানিউজকে বলেন, একাডেমিক কাউন্সিলের সভায় শিক্ষার্থীদের উপস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে ক্লাস-পরীক্ষা চলমান রাখার সিদ্ধান্ত হয়েছে। তবে প্রয়োজনে অনলাইনেও ক্লাস নিতে পারবে বিভাগগুলো।

এছাড়া সরকারের নির্দেশনা পাওয়ার আগ পর্যন্ত আবাসিক হল ও শাটল ট্রেন স্বাভাবিক নিয়মেই চলবে।  

এর আগে ১৮ জানুয়ারি থেকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতি ছাড়া ক্যাম্পাসে সব ধরনের র‍্যালি, সাংস্কৃতিক অনুষ্ঠান, শিক্ষাসমাপনী অনুষ্ঠান (র‍্যাগ ডে) এবং জনসমাগম হয় এমন কোনো অনুষ্ঠান আয়োজনের ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২২
এমএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।