ঢাকা, শনিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৮ মে ২০২৪, ০৯ জিলকদ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

একই সিরিঞ্জ একাধিকবার ব্যবহার, ফার্মেসি মালিককে জরিমানা 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৪ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২২
একই সিরিঞ্জ একাধিকবার ব্যবহার, ফার্মেসি মালিককে জরিমানা  ...

চট্টগ্রাম: রাঙ্গুনিয়ায় ইনজেকশনের একই সিরিঞ্জ একাধিকবার ব্যবহারের জন্য সংরক্ষণ, ইনজেকশন ফ্রিজিং না করে বিক্রি করা ও মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রি করায় এন আই মোস্তফা ফার্মেসি মালিককে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১৪ নভেম্বর) সকালে উপজেলার সরফভাটা ইউনিয়নের ক্ষেত্র বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জামশেদুল আলম।

এছাড়াও লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনা করায় ক্ষেত্র বাজারের শতাব্দী ও এসপি জুয়েলার্স মালিককে ৩ হাজার টাকা, নোংরা ও অস্বাস্থ্য পরিবেশে খাদ্য পরিবেশন, মূল্য তালিকা সংরক্ষণ না করায় অতিথি সুইটস এর মালিককে ৩ হাজার টাকাসহ মোট ২১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জামশেদুল আলম বাংলানিউজকে বলেন, রাঙ্গুনিয়া উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে বেশকিছু অসাধু ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।

পরে বাজার কমিটিকে ডেকে বাজার পরিচ্ছন্ন রাখাসহ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২২ 
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

চট্টগ্রাম প্রতিদিন এর সর্বশেষ