ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

সিপিএমের মদদে অটো চালকরা গুণ্ডামি করছে বললেন পার্থ

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২০ ঘণ্টা, এপ্রিল ৩, ২০১২

কলকাতা: কলকাতার বিভিন্ন স্থানে অটো চালকদের অরাজকতা নিয়ে কড়া পদক্ষেপ নিতে যাচ্ছে রাজ্য সরকার।

মঙ্গলবার রাজ্যের পরিবহনমন্ত্রী, পুলিশ প্রশাসন ও বেশ কিছু অটো ইউনিয়নের নেতা নেত্রীদের সঙ্গে আলোচনার পর শিল্পমন্ত্রী পার্থ চ্যাটার্জি বলেছেন, ‘অটোর নাম করে গুণ্ডামিকে বরদাস্ত করা হবে না।



তিনি বলেন, ‘সিপিএমের মদদপুষ্টরা আজ অটোচালকদের নাম করে রাস্তা অবরোধ, বাস ভাঙচুর, বাস থেকে যাত্রীদের নামিয়ে দেওয়া প্রভৃতি গুণ্ডামি করেছে।

তিনি আরো বলেন, পরবর্তীতে এই ধরনের ঘটনা বরদাস্ত করা হবে না। কঠোরভাবে এর মোকাবিলা করা হবে। এখনই অটো ভাড়া বাড়ানো হবে না। ৮ এপ্রিল অটো ইউনিয়নের প্রতিনিধিদের সঙ্গে বসে তাদের দাবি দাওয়া শোনা হবে।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০১২

আরডি
সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।