ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

তহেলকা কাণ্ডে বিজেপির সাবেক সভাপতি বঙ্গারু দোষী সাব্যস্ত

নয়াদিল্লি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৩ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১২

নয়াদিল্লি: তহেলকা কাণ্ডে দোষী সাব্যস্ত সাবেক বিজেপি সভাপতি বঙ্গারু লক্ষ্মণকে শনিবার ৪ বছর কারাদণ্ডের রায় দিল সিবিআই-এর বিশেষ আদালত।

এর পাশাপাশি ১ লাখ রুপি জরিমানার নির্দেশ দেওয়া হয়।

অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডেরি কথা জানানো হয়।

এদিনই তাকে তিহার জেলে পাঠানো হচ্ছে। এ রায়ের বিরুদ্ধে লক্ষণের পক্ষ থেকে হাইকোর্টে আবেদন জানানো হতে পারে বলে জানা গেছে।

শুক্রবারই দিল্লির সিবিআই আদালত বঙ্গারু লক্ষ্মণকে দোষী সাব্যস্ত করে। এদিন সিবিআই এর পক্ষ থেকে বঙ্গারু লক্ষ্মণের ৫ বছর কারাদণ্ডের আবেদন জানানো হয়।

অন্যদিকে, বঙ্গারু লক্ষ্মণের আইনজীবীদের পক্ষ থেকে নূন্যতম সাজার আবেদন জানানো হয়। দুপক্ষের শুনানি শেষে বেলা আড়াইটা নাগাদ বিচারক বঙ্গারু লক্ষ্মণের শারীরিক অবস্থা এবং জীবনের প্রথম অপরাধের কথা বিবেচনা করে ৪ বছর কারাদণ্ড ও ১ লাখ রুপি জরিমানার নির্দেশ দেন।

উল্লেখ্য, ২০০১ সালে তহেলকাডটকম নামের এক সংবাদ মাধ্যম এক গোপন অপারেশন চালায়। সেখানে জনৈক সাংবাদিক নিজেকে অস্ত্র ব্যবসায়ী হিসাবে নিজের পরিচয় দেন সাবেক এই বিজেপি সভাপতির কাছে। অস্ত্র ব্যবসার জন্য বঙ্গারু লক্ষ্মণকে এক লাখ রুপি ঘুষ দিতে চাইলে সেই টাকা তিনি নেন।

সেই ছবি গোপন ক্যামেরায় ধরা পড়লে রাজনৈতিক মহলে আলোড়ন পড়ে যায়।

পরিস্থিতির চাপে পড়ে সভাপতির পদ থেকে ইস্তফা দিতে বাধ্য হয়েছিলেন তিনি।

ওই ঘুষ কাণ্ডের পর সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়। সিবিআই আদালতে প্রায় ১০ বছর ধরে মামলা চলার পর গতকাল বঙ্গারু লক্ষ্মণকে দোষী সাব্যস্ত করেন আদালত।

বাংলাদেশ সময়: ১৯২৮ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১২
আরডি/ সম্পাদনা: জাকারিয়া মন্ডল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।