ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

পুলিশের হাত থেকে পালিয়ে গেল দুই আসামি

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩০ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১২

আগরতলা (ত্রিপুরা):  পুলিশের হাত থেকে পালিয়ে গেল বিচারাধীন বন্দি। এদের বিরুদ্ধে জাল টাকা সরবরাহের অভিযোগ ছিল।

তদন্তের জন্য আগরতলায় আনার পথে বুধিজয় ত্রিপুরা ও পূর্ণমোহন ত্রিপুরা নামে দুই বিচারাধীন বন্দি পালিয়ে যায়।
গত সোমবার রাতে পুলিশ দক্ষিণ ত্রিপুরার মনুবাজার থেকে ৪ জনকে গ্রেফতার করে। তাদের কাছে প্রায় ১১ হাজার জাল টাকা পাওয়া যায়।

ধৃতরা হলেন- বুধিজয় ত্রিপুরা, পূর্ণমোহন ত্রিপুরা, সহদেব মজুমদার, এবং চর্মজয় ত্রিপুরা।

এই ৪ ব্যক্তি একটি ট্রাকে করে আগরতলা থেকে দক্ষিণ ত্রিপুরার দিকে যাচ্ছিলেন। পুলিশ গোপন খবরের ভিত্তিতে তাদের আটক করে।

ধৃত ৪ জনকে আদালতে তোলা হলে তাদের পুলিশ রিমান্ডে পাঠায় বিচারক।

শনিবার তাদের নিয়ে যাওয়া হচ্ছিল মনুবাজার থেকে আগরতলায় পুলিশের স্পেশাল ব্রাঞ্চ দফতরে। সেখানে তাদের জিজ্ঞাসাবাদ চালানো হতো তদন্তের জন্য। কিন্তু রাস্তায় পুলিশের গাড়ি থেকে পালায় বুধিজয় ত্রিপুরা, পূর্ণমোহন ত্রিপুরা।
পুলিশ তাদের খোঁজে তল্লাশি শুরু করেছে।  

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১২
তন্ময় চক্রবর্তী/সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।