কলকাতা: এবার দেড় মাসে পশ্চিমবঙ্গের সুন্দরবন থেকে ২৫ হাজার কেজি মধু সংগ্রহ করার লক্ষ্যমাত্রা নিয়েছে রাজ্য সরকার।
১৪ এপ্রিল থেকে ১ মে প্রথম পর্যায়ে প্রচুর পরিমাণে মধু সংগ্রহ করেছে মৌয়ালরা।
দ্বিতীয় পর্যায়ের কাজ চলবে ২৪ মে পর্যন্ত। যদি প্রথম পর্যায়ের মত মধু সংগ্রহ করতে পারে তবে লক্ষ্যমাত্রায় পৌঁছানো যাবে বলে মনে করা হচ্ছে।
সজনেখালি ও বাঘনা রেঞ্জ অফিস থেকে মৌয়ালদের মধু সংগ্রহের বৈধ পাস দেওয়া হয়েছে। কুলতলি, কুমারমারি, মোল্লাখালি, সাতজেলিয়া ও সামশেরনগর থেকে মৌয়ালরা এ মধু সংগ্রহে অংশ নিয়েছে।
মৌয়ালরা এবার প্রতি কেজিতে ৫ রুপি বেশি দরে মধুর দাম পাবে। প্রতি কেজি ৫০ রুপি দরে কিনে নেবে রাজ্য সরকার। এছাড়া মৌয়ালদের ১ লাখ ২০ হাজার রুপির দুর্ঘটনা বিমা করা হয়েছে।
এরই মধ্যে প্রথম পর্যায়ে মধু সংগ্রহ করতে গিয়ে ২ জন মৌয়াল বাঘের আক্রমণে নিহত হয়েছে। দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪৩১ ঘণ্টা, মে ১২, ২০১২
আরডি/ সম্পাদনা: জাকারিয়া মন্ডল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর