ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ফের সোমালি জলদস্যুর কবলে ১১ ভারতীয় নাবিক

মুম্বাই সংবাদদাতা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২১ ঘণ্টা, মে ১২, ২০১২

মুম্বাই : মাস কয়েকের ব্যবধানে ফের আরব সাগরের বুকে বড় ধরনের আঘাত হানল সোমালি জলদস্যুরা। এবার গ্রিসের একটি তৈলবাহী জাহাজের ১১ জন ভারতীয় নাবিককে জিম্মি করল তারা।



জানা গেছে, ওমানের মাসরিয়া দ্বীপের কাছে এম টি স্মিরনি নামের একটি গ্রিক তেলের ট্যাঙ্কার ছিনতাই করেছে জলদস্যুরা।

প্রশাসনিক সূত্রে জানা গেছে, জলদস্যুরা গ্রিক ট্যাঙ্কারটিকে সোমালিয়া উপকূলের দিকে নিয়ে যাচ্ছে। আটক ভারতীয়রা এম টি স্মিরনির নাবিক বলে জানা যাচ্ছে। ছিনতাই হওয়া তেলের ট্যাঙ্কারটিতে ১০লাখ ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল রয়েছে। আন্তর্জাতিক বাজারে যার মূল্য ১১ কোটি ৫৫ লাখ ডলার।

লন্ডনের ইন্টারন্যাশনাল ম্যারিটাইম ব্যুরো জানিয়েছে, জনাদশেক জলদস্যুর কাছে স্বয়ংক্রিয় রাইফেল, রকেট লঞ্চারসহ অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র রয়েছে।

অপহৃত ভারতীয় নাবিকদের পরিচয় সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, তাদের কাছে এম টি স্মিরনির ছিনতাই ও নাবিকদের অপহরণের খবর এসেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারিতে স্পেনের জাহাজ এসপিএস প্যাটিনোর সঙ্গে সোমালি জলদস্যুদের বড় ধরণের লড়াই হয়েছিল। প্যাটিনোর সশস্ত্র রক্ষীরা আটক করে ৬ জলদস্যুকে।

এর কয়েক সপ্তাহ পরেই পানামা ও সংযুক্ত আরব আমিরশাহির দু`টি কোম্পানির যৌথ মালিকানাধীন জাহাজ `এম টি রয়্যাল গ্রেস`-এর ২২ জন নাবিককে জিম্মি করে জলদস্যুরা।

মার্চ মাসে বলিভিয়া ও ইরানের দু`টি সংস্থার মালিকানাধীন জাহাজ `এম ভি এগলান্টাইন` ব্রাজিল থেকে চিনি নিয়ে ফেরার পথে এডেন উপসাগরের কাছে জলদস্যুদের কবলে পড়ে। কিন্তু ইরানের এলিট মেরিন কমান্ডোরা ঝটিকা অভিযান চালিয়ে জাহাজটি মুক্ত করে।

বাংলাদেশ সময় : ১৪৫৫ ঘণ্টা, মে ১২, ২০১২
আরডি, সম্পাদনা : সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর
[email protected]

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।