আগরতলা (ত্রিপুরা) : শহরের ঠিক মাঝখানে অগ্নিকাণ্ডের ঘটনায় অগুনে পুড়ে গেছে একটি হোটেল, একটি এটিএম কাউন্টার এবং একটি বাড়ি। ক্ষয় ক্ষতির পরিমাণ কয়েক লাখ টাকার উপর।
শনিবার সকালে হটাৎ করেই আগুন ধরে যায় শহরের উত্তর গেট এলাকার একটি হোটেলে। দাউ দাউ করে জ্বলতে থাকে হোটেল ভবনটি।
এসময় ভেতরে থাকা লোকজন দৌড়ে বাইরে আসেন। তবে সে সময় হোটেলে খুব কম লকজনই উপস্থিত ছিল।
হোটেল থেকে আগুন ছড়িয়ে পড়ে চারদিকে। মুহূর্তের মধ্যে হোটেলের পাশে থাকা বাড়িতে আগুন জ্বলতে শুরু করে। এ আগুন অন্য পাশে থাকা একটি ব্যাঙ্কের এটিএম কাউন্টারও ছড়িয়ে পড়ে।
দমকলের ৫টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
পুলিশের বক্তব্য, হোটেলের ভেতর বেশ কয়েকটি সিলিন্ডার ছিল। তা থেকেই আগুন ছড়িয়েছে। তবে আগুনের ঘটনায় কেউ আহত হননি।
এ ঘটনায় এলাকার উত্তেজিত জনতা হোটেল মালিক এবং তার কর্মচারীদের আক্রমণ করে। পরে পুলিশ এসে তাদের উদ্ধার করে। এলাকাবাসীর বক্তব্য বেআইনিভাবে চলছিল হোটেলটি। তার উপর এতে অবৈধভাবে গ্যাস সিলিন্ডার জড়ো করে রাখার কারণেই এই অগ্নিকাণ্ড।
বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, মে ১২, ২০১২
তন্ময় চক্রবর্তী/সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর