ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ, অবরুদ্ধ রাজ্যপাল

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৬ ঘণ্টা, মে ১৪, ২০১২

কলকাতা: সোমবার ছাত্র বিক্ষোভে উত্তাল হয়ে উঠল প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়৷ কাউন্সিলের বৈঠক চলাকালীন ছাত্র বিক্ষোভে কার্যত অবরুদ্ধ হয়ে পড়েন প্রেসিডেন্সির আচার্য তথা রাজ্যপাল এম কে নারায়ণ৷

যে ঘরে বৈঠক চলছে, তার বাইরে অবস্থান বিক্ষোভ শুরু করেন ছাত্ররা৷ বৈঠকে উপাচার্য মালবিকা সরকার ছাড়াও উপস্থিত রয়েছেন সুগত বসু, সুকান্ত চৌধুরী, স্বপন চক্রবর্তী, নয়নজ্যোত লাহিড়ী-সহ উপদেষ্টামণ্ডলীর সদস্যরা৷ বিক্ষোভে তারাও অবরুদ্ধ হয়ে পড়েন।

বিক্ষোভকারী ছাত্রদের দাবি, বাড়াতে হবে স্নাতকোত্তর স্তরে আসন সংখ্যা এবং প্রেসিডেন্সির ছাত্রদের জন্য স্নাতকোত্তর স্তরে একশো শতাংশ আসন সংরক্ষণ করতে হবে ৷

কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রালের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী প্রেসিডেন্সিতে
যায়৷ পড়ুয়াদের সঙ্গে পুলিশ কথাও বলে৷ কিন্তু সমাধান সূত্র বের হয়নি৷  

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, মে ১৪, ২০১২
আরডি/সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।