ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতায় বিজয় দিবসের আলোচনা সভা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩২ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৩
কলকাতায় বিজয় দিবসের আলোচনা সভা ছবি: সংগৃহীত

কলকাতা: বাংলাদেশের বিজয় দিবস উপলক্ষে পশ্চিমবঙ্গ বিধান সভার ‘সৈয়দ নৌসের আলী’ প্রেক্ষাগৃহে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

বাংলাদেশ সময় সাড়ে ৪টায় অনুষ্ঠেয় এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকছেন পশ্চিমবঙ্গ বিধান সভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়।

সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকছেন কলকাতাস্থ বাংলাদেশ উপ হাইকমিশনের প্রধান আবিদা ইসলাম।

‘মুক্ত ভাবনা না মৌলবাদ’ শিরোনামের আলোচনা সভায় বাংলাদেশ থেকে যোগ দিচ্ছেন শাহরিয়ার কবির শীর্ষ জাতীয় দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম।

‘ভারত-বাংলাদেশ মৈত্রী সমিতি’  আয়োজিত এ সভায়  দৈনিক স্টেটসম্যান-এর সম্পাদক মানস ঘোষও আলোচক হিসেবে উপস্থিত থাকবেন।

এ ছাড়া আলোচক হিসেবে থাকছেন ভারতের প্রাক্তন পুলিশ আধিকারিক দেবব্রত বন্দ্যোপাধ্যায়, পশ্চিমবঙ্গ বিধান সভার বিধায়ক অসিত মিত্র, সাংবাদিক ও লেখক গীতেশ শর্মা এবং ভারতের লোকসভা সদস্য শ্রী সৌগত রায় ।

বাংলাদেশ সময়:  ১৬২৩  ঘণ্টা, ডিসেম্বর ২০ , ২০১৩
সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর ও রাইসুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট আউটপুট এডিটর (অ্যাক্ট.)

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।