ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কেজরিওয়ালের শপথ শনিবার

নয়াদিল্লি প্রতিনিধি ও স্টাফ করেসপন্ডেন্ট, কলকাতা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৯ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৩
কেজরিওয়ালের শপথ শনিবার

নয়াদিল্লি: শনিবার দিল্লির মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করবেন আম আদমি পার্টি নেতা অরবিন্দ কেজরিওয়াল৷ রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের কাছ থেকে সম্মতি পাওয়ার পরেই মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে জোর কদমে৷

কোন মন্ত্রী কোন দফতরের দায়িত্ব নিচ্ছেন ইতোমধ্যে তার একটি তালিকাও তৈরি হয়ে গিয়েছে৷  আপকে সমর্থন করা নিয়ে অসন্তোষ কংগ্রেসের অন্দরমহলে৷ বুধবার বিক্ষুব্ধ কংগ্রেস নেতারা রাজধানীর এআইসিসি সদর দফতরে বিক্ষোভ দেখান৷

পরে এআইসিসি সাধারণ সম্পাদক জনার্দন ত্রিবেদী বলেছেন, ‘এটা সত্যি যে, আমাদের দলের অনেক কর্মী অসন্তুষ্ট- বাইরে থেকে আপকে সমর্থন করার বিষয়ে৷ কিন্তু যেহেতু সমর্থনের সিদ্ধান্ত নেওয়া হয়ে গিয়েছে তাই সমর্থন ছাড়া আর কোনও পথ নেই৷`

অন্যদিকে, অরবিন্দ কেজরিওয়াল বুধবার ফের বললেন, দুর্নীতিতে যুক্ত কংগ্রেস এবং বিজেপি কোনও দলের নেতাকেই ছাড়া হবে না৷ সবার বিরু‌দ্ধেই তদন্ত হবে৷ অর্থাত্‍ কেজরিওয়ালের শপথের আগেই কংগ্রেসের সঙ্গে টানাপোড়েন শুরু হয়ে গেল আম-আদমি পার্টির৷ 

সম্ভবত: বৃহস্পতিবার মন্ত্রিসভা ঘোষণা করবেন কেজরিওয়াল৷ অরবিন্দ জানিয়েছেন, জনগণের মাঝেই তিনি শপথ নিতে চান৷   কংগ্রেস কর্মীদের অসন্তোষ মোকাবিলায় এআইসিসি সাধারণ সম্পাদক জনার্দন ত্রিবেদী বলেছেন, শর্তসাপেক্ষেই কংগ্রেস আম-আদমিকে সমর্থনের সিদ্ধান্ত নিয়েছে৷ 

কংগ্রেসের আটজন বিধায়ক আম-আদমিকে সমর্থন করেছে কিন্তু আপ যদি তাদের প্রতিশ্রুতি পালন করতে না পারে তাহলে সঙ্গে সঙ্গে সমর্থন তুলে নেওয়া হবে৷

দিল্লির হবু মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বুধবার দু`মিনিটের একটি ভিডিও কনফারেন্স মারফত নিজের এবং দল সম্পর্কে বার্তা দেন৷ তিনি বলেন, দুর্নীতির সঙ্গে কোনওমতেই আপস নয়৷ বিজেপি এবং কংগ্রেসের যে মন্ত্রীরা দুর্নীতির সঙ্গে যুক্ত তাদের বিরু‌দ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে৷

এখানকার ২৬ লক্ষ মানুষের সমর্থন নিয়ে আমরা সরকার গড়ছি৷ মানুষের প্রত্যাশা পূরণ করবই৷ একইসঙ্গে তিনি লালবাতি লাগানো গাড়ি এবং অতিরিক্ত নিরাপত্তা নেবেন না বলে জানিয়ে দিয়েছেন৷ এমনকি মুখ্যমন্ত্রী হিসেবে বরাদ্দ বাড়িও না নেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি৷ 

অন্যদিকে, কংগ্রেস নেতা-কর্মীদের দাবি আম-আদমির সঙ্গে সমঝোতার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল প্রদেশ সভাপতি ও এআইসিসি দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদককে৷ এ রকম একটি গুরুত্বপূর্ণ বিষয় কেন দলের শীর্ষ নেতারা দায়িত্ব নিলেন না তা নিয়েও ক্ষোভ দেখা দিয়েছে কংগ্রেসের নিচুতলায়৷

শনিবার দুপুর ১২টায় দিল্লির মুখ্যমন্ত্রী পদে অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গেই শপথ নেবেন মন্ত্রিসভার অন্য সদস্যরা। শপথ গ্রহণ ঘিরে এরই মধ্যে সেজে উঠেছে দিল্লির রামলীলা ময়দান।



প্রসঙ্গত, সরকার গঠনের সুপারিশে সম্মতি দিয়ে বুধবার দিল্লির উপরাজ্য পালকে চিঠি পাঠান রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। সেই চিঠি আসার পরই কেজরিওয়ালের সঙ্গে দেখা করেন দিল্লির মুখ্যসচিব। সূত্রের খবর এর পরেই শপথ গ্রহণের দিনক্ষণ চূড়ান্ত হয়।

শপথগ্রহণে আন্না হাজারে, কিরণবেদী, সন্তোষ হেগড়েকে আমন্ত্রণ জানানো হতে পারে বলে সূত্রের খবর। তিনি নিজে গিয়ে আন্নাকে আমন্ত্রণ করবেন বলে জানিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। সুস্থ থাকলে যাওয়ার ব্যাপারে চিন্তা-ভাবনা করবেন  প্রতিক্রিয়া আন্নার।

বাংলাদেশ সময়: ১৮৪৩ ঘণ্টা,  ডিসেম্বর ২৫, ২০১৩,
সম্পাদনা: সুকুমার সরকার, আউটপুট এডিটর কো-অর্ডিনেশন

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।