ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতায় যাবেন কেজরিওয়াল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৪ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০১৪
কলকাতায় যাবেন কেজরিওয়াল অরবিন্দ কেজরিওয়াল

কলকাতাঃ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ১৭ জানুয়ারি কলকাতায় আসছেন। পশ্চিমবঙ্গে সংগঠন বিস্তারের জন্য তিনি কলকাতায় আসছেন।



মূলত দুটি অনুষ্ঠানে তিনি অংশ গ্রহণ করবেন বলে জানা গেছে। একটি খড়গপুর আইআইটি-এর অনুষ্ঠান, অপরটি কলকাতার কালীঘাটের একটি অনুষ্ঠানে।

দিল্লির মুখ্যমন্ত্রী খড়গপুর আইআইটির প্রাক্তণ ছাত্র। তাঁকে কলকাতায় সংবর্ধনা দেওয়ার উদ্যোগ নিয়েছেন এ রাজ্যের আপ সংগঠকরা। সেই অনুষ্ঠানকে সামনে রেখেই রাজ্যে দল বিস্তারের কাজে কিছুটা গতি আনতে চাইছে আপের রাজ্য শাখা।

সংগঠন মজবুত করতে রাজ্যের `পরিরবর্তনপন্থী` বুদ্ধিজীবীদের সঙ্গে যোগাযোগ করেছে আম আদমি পার্টি।

অরবিন্দ কেজরিওয়ালের দল সেই সব বুদ্ধিজীবীদের কাছে পেতে চাইছে, যাঁরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে প্রতিবাদে সামিল হয়েছেন। একই সঙ্গে রাজ্যের কয়েকজন প্রাক্তণ আইএএস এবং আইপিএস অফিসারকেও আপ তাদের পাশে চাইছে। পাশাপাশি আপের নজরে রয়েছে সমাজের বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্ব রয়েছে এমন মানুষদেরও।

যদিও আপ-এর পশ্চিমবঙ্গের সংগঠকদের মধ্যে এখন এই বিষয়টি বিবেচনার পর্যায়ে রয়েছে। এই তথ্য জানিয়েছেন আপের অন্যতম সংগঠক কাজী মাসুম আখতার ।

বাংলাদেশ সময়: ১৬০৬ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১৪
সম্পাদনা: সুকুমার সরকার, আউটপুট এডিটর কো-অর্ডিনেশন

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।