ঢাকা, বৃহস্পতিবার, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৯ মে ২০২৫, ০১ জিলহজ ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

নবান্নে সাংবাদিকদের গতিবিধি নিয়ন্ত্রণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৪০, জানুয়ারি ১৬, ২০১৪
নবান্নে সাংবাদিকদের গতিবিধি নিয়ন্ত্রণ

কলকাতা: পশ্চিমবঙ্গের নতুন প্রশাসনিক ভবন নবান্নে সাংবাদিকদের যাতায়াত নিয়ন্ত্রণ করা হল। বিঞ্জপ্তি জারি করে এ ঘোষণা করে রাজ্য সরকার।

নবান্নে প্রেস কর্নার ছাড়া কোথাও যাতায়াত করতে পারবেন না সাংবাদিকরা।

মন্ত্রী, সচিবদের সাক্ষাতে অনুমতি লাগবে সাংবাদ মাধ্যমের প্রতিনিধিদের।

এমনকী ১৩ ও ১৪ তলায় যেতে হলে আগাম সন্মতি নিতে হবে সাংবাদিকদের। ১৩ ও ১৪ তলায় বসেন গুরুত্বপূর্ণ মন্ত্রীরা।

রাজ্যসরকারের এই নির্দেশের বিরুদ্ধে সরব হয়েছেন রাজ্যের সাংবাদিক মহল। এইভাবে খোদ রাজ্য প্রশাসনের সদর দফতরে সাংবাদিকদের গতিবিধি নিয়ন্ত্রিত হওয়ার জেরে সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

বাংলাদেশ সময়: ১৯৫৯ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৪
সম্পাদনা: সুকুমার সরকার, আউটপুট এডিটর কো-অর্ডিনেশন 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।