ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ফটোসাংবাদিকদের অপ্রকাশিত ছবির প্রদর্শনী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৪
ফটোসাংবাদিকদের অপ্রকাশিত ছবির প্রদর্শনী

কলকাতা : বিভিন্ন সংবাদ মাধ্যমের চিত্র সাংবাদিকদের তোলা ভারতীয় সৈন্যদের প্রায় ১০০ টি অপ্রকাশিত ছবি শুক্রবার কলকাতার ফোর্ট উইলিয়ামে প্রদর্শিত হয়েছে।

 

এই প্রদর্শনীতে বিজয় দিবসের দুষ্প্রাপ্য সব ছবি অত্যন্ত গুরুত্বের সঙ্গে স্থান পেয়েছে।

 

প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেনারেল অফিসার কমান্ডিং, লেফটেন্যান্ট জেনারেল  অশোক কুমার চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন প্রবীণ চিত্র সাংবাদিক শ্রীচৌধুরী। শুক্রবারই তার কর্মজীবনের শেষদিন থাকায় তিনি তার আবেগঘন ভাষণে বলেন, সংবাদমাধ্যম রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ।

 

তিনি তার ৪০ বছরের কর্মজীবনে ভারত এবং বিদেশের সংবাদ মাধ্যমের সঙ্গে ভারতীয় সেনাবাহিনীর সুন্দর সম্পর্কের কথা মনে করিয়ে দেন।

 

 তিনি চিত্র সাংবাদিকদের কাজেরও ভূয়সী প্রশংসা করেন।

 

এই চিত্র প্রদর্শনীতে সেনা, নৌ, বিমান ও উপকুল সুরক্ষা বাহিনীর বিভিন্ন কার্যকলাপের অপ্রকাশিত ছবি প্রদর্শিত হয়েছে।

 

টাইমস অফ ইন্ডিয়া, হিন্দুস্থান টাইমস, দি স্টেটসম্যান, আজকাল, অ্যাসোসিয়েট প্রেসের চিত্র সাংবাদিকদের তোলা ছবির  সঙ্গে ছিল সেনাবাহিনীর তরফে ডেপুটি ডিরেক্টর (চিত্র) মেজর সন্দেশ বি রোখডের তোলা দুষ্প্রাপ্য কিছু  ছবি ।

 

বাংলাদেশ সময়:  ১২২০  ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।