ঢাকা, বৃহস্পতিবার, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৯ মে ২০২৫, ০১ জিলহজ ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

পশ্চিমবঙ্গে ৪ আসনে তৃণমূল ১টিতে বামফ্রন্ট জয়ী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:০৩, ফেব্রুয়ারি ৭, ২০১৪
পশ্চিমবঙ্গে ৪ আসনে তৃণমূল ১টিতে বামফ্রন্ট জয়ী

কলকাতা: পশ্চিমবঙ্গের পাঁচ আসনের নির্বাচনে চারটি বিধানসভার আসনে তৃণমূল কংগ্রেস ও একটিতে বামফ্রন্ট জিতেছে। শুক্রবার শূ্ন্য পাঁচটি বিধায়ক আসনে ভোট নেওয়া হয়।



পশ্চিমবঙ্গ বিধানসভার সদস্যরা এই পাঁচ আসনে ভোট দেন। চারটিতে জয়লাভ করেন তৃণমূল প্রার্থী যথাক্রমে অভিনেতা মিঠুন চক্রবর্তী, চিত্রকর যোগেন চৌধুরী, কেডি সিং ও সাংবাদিক আহমেদ হাসান। আর অন্যটিতে বিজয়ী হন সিপিএমের ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।

সিপিএমের অভিযোগ বাম ও কংগ্রেস বিধায়ক ভাঙিয়ে রাজ্যসভার চতুর্থ আসনে জয় নিশ্চিত করে তৃণমূল কংগ্রেস। তৃণমূলের পক্ষে ভোট দিয়েছেন গাজোলের কংগ্রেস বিধায়ক সুশীল রায়, সুতির কংগ্রেস বিধায়ক ইমানি বিশ্বাস।

তিন বাম বিধায়কের ভোটও গিয়েছে তৃণমূলের পক্ষে। তৃণমূলের পক্ষে ভোট দিয়েছেন ফরওয়ার্ড ব্লক বিধায়ক সুনীল মণ্ডল, আরএসপি বিধায়ক অনন্ত দেব অধিকারী এবং আরএসপি বিধায়ক দশরথ তিরকে।

তিন প্রার্থীকে জিতিয়ে আনার পর তৃণমূলের বাড়তি আসন ছিল বিয়াল্লিশটি। গোর্খা জনমুক্তি মোর্চার তিন বিধায়কের সমর্থন পায় তারা। বাম ও কংগ্রেসের পাঁচ বিধায়ক ভাঙিয়ে, চতুর্থ আসনেও তৃণমূল প্রার্থী আহমেদ হাসান ইমরানের জয় নিশ্চত হয়েছে।

সুজাপুরের কংগ্রেস বিধায়ক আবু নাসের খান চৌধুরীর বিরুদ্ধে ওঠে ইচ্ছাকৃতভাবে ভোট নষ্ট করার অভিযোগ। কংগ্রেস সমর্থিত প্রার্থী মালিয়াবাদীকে ভোট দিলেও, ব্যালট পেপারের পিছনে নিজের নাম স্বাক্ষর করে দেন তিনি। বিধিমতো তাঁর ব্যালটটি বাতিল হয়ে যাবে। আবু নাসের ইচ্ছাকৃতভাবে ভোট নষ্ট করেছেন বলে অভিযোগ তুলেছে কংগ্রেসেরই একাংশ।

রাজ্যসভায় এক বিধায়ককে জিতিয়ে আনতে ৪৯ জন বিধায়কের ভোট প্রয়োজন। চতুর্থ আসনে তৃণমূল প্রার্থীর পক্ষে ভোট পড়েছে পঞ্চাশটি। রাজ্য থেকে রাজ্যসভার পাঁচটি আসনে ভোটের ফলাফল পরিষ্কার।

বাংলাদেশ সময়: ২২০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।