ঢাকা, বৃহস্পতিবার, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৯ মে ২০২৫, ০১ জিলহজ ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতায় ট্রাক-জিপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৬

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:২৭, ফেব্রুয়ারি ১১, ২০১৪
কলকাতায় ট্রাক-জিপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৬

ঢাকা: পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মঙ্গলবার সড়ক দুর্ঘটনায় ১৬ জন নিহত হয়েছেন।

পুলিশ জানায়, কলকাতা থেকে ৪০০ কিলোমিটার দূরের সাহপুর গ্রামে একটি বিয়ের অনুষ্ঠান থেকে যাত্রীবাহী দুটি জিপ ফিরছিল।

সকালে মালদা শহরের মহাসড়কে দ্রুতগতির একটি ট্রাকের সঙ্গে ওই জিপ দুটির সংঘর্ষ হয়।

ঘটনাস্থলেই ১৩ জন মারা যায়। হাসপাতালে নেওয়ার পর আরও ৩ জন মারা যায়। এ ঘটনায় ট্রাক চালককে আটক করা হয়েছে বলে জানায় পুলিশ।

বাংলাদেশ সময়: ১৬৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।