ঢাকা, বৃহস্পতিবার, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৯ মে ২০২৫, ০১ জিলহজ ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ছেলে ও পূত্রবধূর হাতে খুন মা

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:১৮, ফেব্রুয়ারি ১৩, ২০১৪
ছেলে ও পূত্রবধূর হাতে খুন মা

আগরতলা (ত্রিপুরা) : ছেলে ও ছেলের বৌ’এর হাতে খুন হলেন মা। নৃশংস এই ঘটনা আগরতলা শহরের প্রতাপগড় এলাকায়।

লীলা দত্তের শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে হত্যা করা হয়।

অভিযুক্ত পুত্র বিপুল দত্ত ও তার স্ত্রী প্রিয়া দত্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। সেই সঙ্গে গ্রেপ্তার হয়েছে পুত্রের শ্বশুর শিবু দেব এবং শাশুড়ি গীতা দেব।

পারিবারিক বিবাদকে কেন্দ্র করেই লীলা দত্তেরকে পুড়িয়ে মারা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। লীলা দত্তের বয়স ৫২ বছর। বুধবার সন্ধ্যারাতে তার শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়া হয়। রাতে হাসপাতালে তিনি মারা যান।

পুলিশ জানিয়েছে, বছর খানেক আগে বিপুল দত্তের সঙ্গে বিয়ে হয় শিবু দেবের মেয়ে প্রিয়া দেবের। কিন্তু বিয়ের পর থেকেই পারিবারিক অশান্তি চলছিল। তাতে ইন্ধন দিচ্ছিলেন শ্বশুর শিবু দেব এবং শাশুড়ি গীতা দেব।

এ ঘটনার পর এলাকায় প্রবল উত্তেজনা ছড়িয়ে পড়ে। এলাকার মানুষ শ্বশুর শিবু দেবের বাড়ি আক্রমণ করে। তাকে এবং তার স্ত্রীকে মারধর করে।
ঘটনার পর ডিএসপি সেন্ট্রাল রাজেন্দ্র দত্তের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী সেখানে ছুটে যায়। ওই চার জনকে গ্রেপ্তার করে এলাকার উত্তেজনা প্রশমনের চেষ্টা করে।

বাংলাদেশ সময় : ১১১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।