ঢাকা, বৃহস্পতিবার, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৯ মে ২০২৫, ০১ জিলহজ ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

শীতের কামড় ত্রিপুরায়

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৩১, ফেব্রুয়ারি ১৬, ২০১৪
শীতের কামড় ত্রিপুরায়

আগরতলা (ত্রিপুরা): অনেকটা বিদায় বেলায় শীতের কামড় বাড়িয়ে দিল হটাৎ আসা ঘূর্ণাবর্ত জেরে। এই ঘূর্ণাবর্তের প্রভাবে রাজ্যের বিভিন্ন জায়গায় গত ১২ ঘণ্টায় হালকা বৃষ্টিপাতও হয়েছে।

যার কারণে দিনের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৫ থেকে ৬ ডিগ্রি কমে গেছে।

আবহাওয়া পূর্বাভাসে জানানো হয়েছে- রোববার ত্রিপুরায় বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। আবহাওয়া অফিসের কর্মকর্তা দিলীপ কুমার সাহা জানিয়েছেন ঝাড়খণ্ডে হটাৎ করে এক ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে।

যার জেরে হালকা বৃষ্টি হচ্ছে ত্রিপুরার বিভিন্ন প্রান্তে। রোববার সকালে হালকা বৃষ্টি হয়েছে। এদিন সকাল থেকেই আকাশের মুখ ছিল ভার। দুপুরের দিকে সূর্যের দেখা মিললেও তার তেজ ছিল অন্যান্য দিনের চাইতে অনেক কম। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা কমে এসেছে ২০ ডিগ্রির নিচে।

আবহাওয়াবিদদের বক্তব্য- যে কারণে শীতের বিদায় বেলায় আবার ঠাণ্ডার অনুভূতি হচ্ছে। এবার মওসুমে শীত তেমন একটা পড়েনি এবং শীত বিদায়ও নিচ্ছিল সময়ের একটু আগেই। গত বছর রাজ্যে ৪০ বছরের মধ্যে রেকর্ড পরিমান ঠাণ্ডা পড়েছিল। বর্তমানে ঘূর্ণাবর্তের প্রভাবে শীতের হালকা আমেজ আরও দু’একদিন থাকবে।

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।