ঢাকা, বৃহস্পতিবার, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৯ মে ২০২৫, ০১ জিলহজ ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

সাধারণ জীবনে ফিরল ৩ জঙ্গি

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:২৮, ফেব্রুয়ারি ১৭, ২০১৪
সাধারণ জীবনে ফিরল ৩ জঙ্গি

আগরতলা (ত্রিপুরা) : জঙ্গী জীবন ছেড়ে সাধারণ জীবনে ফিরল আরও তিন কট্টর সন্ত্রাসবাদী। সোমবার ধলাই জেলার মালদাকুমার রোয়াজা পাড়ায় আত্মসমর্পণ করে ৩ যুবক।



আত্মসমর্পণকারী তিন যুবকই বেআইনি ঘোষিত জঙ্গী সংগঠন এন এল এফ টি’র হয়ে কাজ করত। জঙ্গি ঘাঁটি থেকে পালিয়ে এসে এই তিন যুবক এদিন আত্মসমর্পণ করে বি এস এফ জোয়ানদের কাছে।

বি এস এফের গণ্ডাছড়া ফাঁড়িতে আনুষ্ঠানিকভাবে হয় তাদের  আত্মসমর্পণ পর্ব। স্বাভাবিক জীবনে ফিরে আসা তিন যুবক হল জোসেফ রিয়াং, বাসজয় আসলং এবং আঙ্গিয়াক্রাই রিয়াং। তাদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। আত্মসমর্পণের সময় এরা কোন অস্ত্র জমা দেয় নি।

বাংলাদেশ সময়: ২০২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৪, 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।