ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

এ সপ্তাহেই লোকসভা ভোটের সূচি ঘোষণা

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৬ ঘণ্টা, মার্চ ৩, ২০১৪
এ সপ্তাহেই লোকসভা ভোটের সূচি ঘোষণা

আগরতলা (ত্রিপুরা): চলতি সপ্তাহের মঝামাঝিতে ঘোষণা হতে যাচ্ছে ১৬ তম লোকসভা নির্বাচনের সময়সূচি। এর আগে ৩ মার্চ সূচি ঘোষণার কথা থাকলেও প্রধানমন্ত্রী দেশের বাইরে থাকায় তা পিছিয়ে দেওয়া হয়েছে।



তবে সংশ্লিষ্ট সূত্র জানায়, পঞ্চদশ লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ পাচ দফায় হলেও ১৬ তম নির্বাচন সাত দফায় হওয়ার কথা ভাবছে দেশের নির্বাচন কমিশন। আর তা হলে এটাই দেশের সবচেয়ে দীর্ঘ নির্বাচন প্রক্রিয়া হবে।

এছাড়া ৮ মার্চ নির্বাচনের সূচি ঘোষণা হতে পারে। আর ৭ থেকে ১০ এপ্রিলের মধ্যে হবে প্রথম দফার নির্বাচন। উত্তর পূর্ব এবং মাওবাদী উপদ্রুত কয়েকটি রাজ্যে প্রথম দফায় ভোটগ্রহণ হতে পারে। দিনক্ষণ স্থির করার ক্ষেত্রে শেষ মুহূর্তের খুঁটিনাটি বিষয়গুলোকে বিবেচনায় রেখেই চূড়ান্ত করা হচ্ছে বলে সূত্র জানায়।
সংশ্লিষ্ট সূত্রটি আরও জানায়, ১০মে শেষ দফা ভোটগ্রহণ সম্পন্ন হওয়ার পর  ১৬ মে সারা দেশের ভোট গণনা করা হতে পারে। বর্তমান লোকসভার মেয়াদ শেষ হচ্ছে ১ জুন। ৩১ মের মধ্যে সরকার গঠনের প্রক্রিয়া শেষ করতে হবে।

এবারের লোকসভা ভোটে ৮১ কোটির বেশি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন বলে দেশটির নির্বাচন কমিশন জানিয়েছে। এবার লোকসভা নির্বাচনের সঙ্গেই অন্ধ্র প্রদেশ, নতুন গঠিত রাজ্য তেলেঙ্গানা, ওড়িশা এবং সিকিমে বিধানসভা ভোট হবে।

বাংলাদেশ সময়: ১৫৫৫ঘণ্টা, মার্চ ০৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।