ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

লোকসভা নির্বাচনে বামফ্রন্টের প্রার্থী তালিকা প্রকাশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৭ ঘণ্টা, মার্চ ৫, ২০১৪
লোকসভা নির্বাচনে বামফ্রন্টের প্রার্থী তালিকা প্রকাশ

কলকাতা: লোকসভা নির্বাচনের দিন ঘোষণার পরই চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করেছে পশ্চিমবঙ্গের প্রধান বিরোধীদল বামফ্রন্ট। বুধবার এক সাংবাদিক সম্মেলনে এ ঘোষণা দেয় বামফ্রন্ট।



কলকাতার আলিমুদ্দিন স্ট্রিটে সিপিএম-এর সদর দপ্তরে বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু জানান, বামফ্রন্টের এবারের প্রার্থী তালিকায় বেশ কিছু নতুন মুখ রয়েছে।

এবার তৃণমূল কংগ্রেসের হয়ে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন সুপার স্টার দেবসহ বেশ কিছু তারকা।

এসব তারকা তৃণমূল প্রার্থীদের বিরুদ্ধে যে সমস্ত সিপিএম প্রার্থীরা লড়াই করছেন তারা হলেন, ঘাটালে সুপারস্টার দেবের বিরুদ্ধে বামফ্রন্টের প্রার্থী সন্তোষ রানা। বাঁকুড়ায় মুনমুন সেনের বিরুদ্ধে বামফ্রন্টের প্রার্থী বাসুদেব আচারিয়া। দার্জিলিং লোকসভা কেন্দ্রে বাইচুং ভুটিয়ার বিরুদ্ধে লড়বেন শমন পাঠক। বালুর ঘাটে নাট্যকার অর্পিতা ঘোষের বিরুদ্ধে লড়ছেন বামফ্রন্টের বিমল সরকার। মালদা উত্তরে ভূমি ব্যান্ডের গায়ক সৌমিত্র রায়-এর বিরুদ্ধে বামফ্রন্ট প্রার্থী হিসেবে লড়ছেন খগেন মূর্মু। বহরমপুর কেন্দ্রে গায়ক ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে লড়ছেন প্রমথেশ মুখার্জি। অভিনেত্রী সন্ধ্যা রায় –এর বিরুদ্ধে মেদিনীপুরে বামফ্রন্টের প্রার্থী হয়েছেন প্রবোধ পাণ্ডা।

এবারই প্রথম নির্বাচনে লড়াই করছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে লড়াই করবেন বলে ঘোষণা করা হয়েছে। তার বিরুদ্ধে বামফ্রন্টের হয়ে লড়াই করছেন আবুল হাসনাদ।

বাংলানিউজের তরফে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুকে প্রশ্ন করা হয় তৃণমূল কংগ্রেসের তরফে বেশ কিছু তারকা প্রার্থীকে ভোটের লড়াইয়ে নামানো হয়েছে। অথচ বামফ্রন্টের তরফে তেমন তারকা কেউ নেই, কেন? উত্তরে বিমান বসু বলেন, লোকসভা ভোটের গুরুত্ব আমরা বুঝি, তাই দীর্ঘদিন ধরে যারা বাম রাজনীতির সঙ্গে যুক্ত তাদেরই প্রার্থী করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১০৭ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।