ঢাকা, বৃহস্পতিবার, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৯ মে ২০২৫, ০১ জিলহজ ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

বিজেপির প্রার্থী বলিউড গায়ক বাবুল সুপ্রিয়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:০৫, মার্চ ৮, ২০১৪
বিজেপির প্রার্থী বলিউড গায়ক বাবুল সুপ্রিয়

কলকাতা: ভারতীয় জনতা পার্টি(বিজেপি) দ্বিতীয় দফায় বলিউডের গায়ক বাবুল সুপ্রিয়সহ আরও ৭ প্রার্থীর নাম ঘোষণা করেছেন।  

এর আগে সংগঠনটির কেন্দ্রীয় নেতৃত্ববৃন্দ প্রথম দফায় ১৭ প্রার্থীর নাম ঘোষণা করেন।



বলিউডের বিখ্যাত গায়ক বাবুল সুপ্রিয় ছাড়াও ঘোষিত তালিকার অন্যরা হলেন রায়গঞ্জ আসনে বাংলা চলচ্চিত্রের বলিষ্ঠ অভিনেতা নিমু ভৌমিক, বীরভুম আসনে টলিঊডের অভিনেতা জয় বন্দ্যোপাধ্যায় প্রমুখ।

বিজেপি কর্ম সমিতির বৈঠকে দ্বিতীয় দফায় এই প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। এসময় নরেন্দ্র মোদী, এল কে আদবানিসহ বিজেপি’র কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬৪৯ ঘণ্টা, ৮ মার্চ, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।