ঢাকা, সোমবার, ১২ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৬ মে ২০২৫, ২৮ জিলকদ ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ত্রিপুরায় কংগ্রেসের প্রার্থীর নাম ঘোষণা

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:০২, মার্চ ৯, ২০১৪
ত্রিপুরায় কংগ্রেসের প্রার্থীর নাম ঘোষণা

আগরতলা(ত্রিপুরা): লোকসভা নির্বাচনের জন্য প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করেছে কংগ্রেস।

শনিবার রাতে দিল্লি থেকে কংগ্রেসের প্রার্থী তালিকা প্রকাশ হয়।

৫৪৩ আসন বিশিষ্ট ভারতীয় সংসদের জন্য প্রাথমিক অবস্থায় ১৯৪ জনের নামের তালিকা প্রকাশ করেছে কংগ্রেস। যার মধ্যে ত্রিপুরার দুজন প্রার্থীর নামও রয়েছে।

ত্রিপুরা পশ্চিম আসন থেকে কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক অরুণোদয় সাহা। পূর্ব ত্রিপুরা উপজাতি সংরক্ষিত আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন শিক্ষক হিসেবে পরিচিত সচিত্র দেববর্মা।

রোববার বিকেল পাঁচটায় সাংবাদিক সম্মেলন করে রাজ্য কংগ্রেসের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করা হবে।

কংগ্রেস প্রথম দফায় যে ১৯৪ জনের নামের তালিকা প্রকাশ করেছে তাতে আমেথি আসন থেকে রাহুল গান্ধীর নাম ঘোষণা করা হয়। সোনিয়া গান্ধী প্রার্থী হচ্ছেন রায়বেরেলি থেকে। প্রার্থী তালিকায় ১৫% মহিলা। ৩৫% প্রার্থীর বয়স ৪০-এর নিচে।
 
বাংলাদেশ সময়: ১১৫২ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।