ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতায় উদযাপিত হচ্ছে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০০ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৪
কলকাতায় উদযাপিত হচ্ছে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী

কলকাতা: কলকাতায় যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৪ তম জন্মবার্ষিকী।  

এ উপলক্ষে বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত কলকাতার বেকার হোস্টেলের ২৪ নম্বর কক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।


 
কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপ-হাইকমিশন আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত আছেন  উপহাইকমিশনার আবিদা ইসলাম, কলকাতা সোনালী ব্যাংকের কর্মকর্তা সারোয়ার হোসেন, বাংলাদেশ বিমানের সারোয়ার আলম, বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু প্রমুখ।

আবিদা ইসলাম বাংলানিউজকে বলেন, শুধু বাংলাদেশ নয় গোটা বিশ্বের কাছে শ্রেষ্ঠ বাঙালি হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সমানভাবে সম্মানীয় এবং প্রাসঙ্গিক।

এর আগে পুষ্পস্তবক অর্পণ করে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন এবং তার আত্মার শান্তি কামনায় দোয়া করেন তারা।

এদিকে দিনব্যাপী এ অনুষ্ঠানে বাংলাদেশ গ্যালারিতে প্রদর্শিত হচ্ছে বঙ্গবন্ধুর উপর একটি বিশেষ প্রামাণ্য চিত্র প্রদর্শনী। এছাড়া বিভিন্ন স্কুলের শিশুদের এবং উপ-হাইকমিশনের সদস্য সন্তানদের  নিয়ে আয়োজন করা হয়েছে একটি অঙ্কন প্রতিযোগিতা।   পরে শিশুদের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে।

কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে তৎকালীন ইসলামিয়া কলেজে (বর্তমান মাওলানা আজাদ কলেজ) ভর্তি হন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

সেই সময় তিনি বেকার হোস্টেলের ২৪ নম্বর কক্ষে একজন আবাসিক ছাত্র ছিলেন। স্মৃতিবিজড়িত এই কক্ষে ২০১১ সালে বঙ্গবন্ধুর মোমের মূর্তি স্থাপন করা হয়।

বাংলাদেশ সময়: ১৩১৯ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।