ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

পূর্ব ত্রিপুরায় মনোনয়নপত্র জমা দিলেন সিপিএম প্রার্থী

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৭ ঘণ্টা, মার্চ ২২, ২০১৪
পূর্ব ত্রিপুরায় মনোনয়নপত্র জমা দিলেন সিপিএম প্রার্থী

আগরতলা (ত্রিপুরা): পূর্ব ত্রিপুরা সংরক্ষিত আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন সিপিএম প্রার্থী জিতেন্দ্র চৌধুরী।

শুক্রবার ত্রিপুরার ধলাই জেলার আমবাসায় বিশাল মিছিল নিয়ে তিনি মনোনয়নপত্র জমা দিলেন এই বাম প্রার্থী।

‌এদিন মিছিলে অংশ নিতে কয়েক হাজার সিপিএম কর্মী সমর্থক ধলাই জেলার আমবাসা শহরে জড়ো হন।

১৫তম লোকসভা নির্বাচনে ১০বার পূর্ব ত্রিপুরায় জয়ী
হয়েছে সিপিএম। এবারও এই আসন সিপিএমের দখলেই যাবে বলে আশা করছেন প্রার্থী জিতেন্দ্র চৌধুরী।

৬২ বছরের জিতেন্দ্র চৌধুরী ত্রিপুরার গ্রামউন্নয়ন মন্ত্রী। ১৯৯৩ সাল থেকে রাজ্য বিধানসভার সদস্য। পরপর পাঁচবার সাব্রুমের মনু কেন্দ্র থেকে জয়ী হয়ে তিনি বিধানসভায় গেছেন। ২১ বছর ধরে মন্ত্রিত্বও করেছেন।

এদিকে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় প্রার্থী জিতেন্দ্র চৌধুরীর সঙ্গে সাবেক সংসদ সদস্য ছিলেন সিপিএমের বাজুবন রিয়াং, দলের রাজ্য সম্পাদক বিজন ধরসহ অন্যান্য নেতারাও ছিলেন।

এদিকে পশ্চিম ত্রিপুরা আসনে শুক্রবার পর্যন্ত মনোনয়ন জমা।
 
বাংলাদেশ সময়: ১০৫১ ঘণ্টা, মার্চ ২২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।