ঢাকা, বৃহস্পতিবার, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৯ মে ২০২৫, ০১ জিলহজ ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

পূর্ব ত্রিপুরা উপজাতি সংরক্ষিত আসনে ১২ প্রার্থী

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:০৬, মার্চ ২৮, ২০১৪
পূর্ব ত্রিপুরা উপজাতি সংরক্ষিত আসনে ১২ প্রার্থী

আগরতলা (ত্রিপুরা) : পূর্ব ত্রিপুরা উপজাতি সংরক্ষিত আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বারোজন প্রার্থী। এই আসনে ভোট হবে ১২ এপ্রিল।



মঙ্গলবার এই আসনের নির্বাচনের জন্য মনোনয়ন দাখিল করার প্রক্রিয়া শেষ হয়। বুধবার চলে মনোনয়নের স্ক্রুটিনি। তাতে দেখা যায় জমা দেয়া মনোনয়নগুলির সবগুলিই বৈধ।

ফলে এই আসনে প্রতিদ্বন্দিতায় রইলেন ১২ জন প্রার্থী। বৃহস্পতিবার পূর্ব ত্রিপুরা আসনের জন্য মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। কিন্তু যতটুকু খবর কেউ মনোনয়ন প্রত্যাহার করছেন না। ফলে এই আসনে ১২ জনই প্রতিদ্বন্দ্বিতা করবেন।

পশ্চিম ত্রিপুরা আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৩ জন আর পূর্ব ত্রিপুরা সংরক্ষিত আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১২ জন। সব মিলিয়ে ত্রিপুরার দুই আসনে প্রার্থীর সংখ্যা ২৫।

বাংলাদেশ সময়: ১০৫৫ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।