ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

মৌলবাদ রুখতে দরকার কাজী নজরুলের আদর্শ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০১ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৪
মৌলবাদ রুখতে দরকার কাজী নজরুলের আদর্শ

কলকাতাঃ  রাজনীতিতে মৌলবাদী চিন্তার অনুপ্রবেশ রুখতে কাজী নজরুলের আদর্শকে পৌঁছে দিতে হবে ঘরে ঘরে। কলকাতার রোটারি সদন সভা গৃহে প্রয়াত নাট্যকার, অভিনেতা সফদর হাসমি’র ৬০তম জন্মবার্ষিকী উপলক্ষে “হাল্লা বোল” শিরোনামে এক আলোচনা সভায় অভিমত দিলেন কলকাতার শিল্পী, সাহিত্যিক, নাট্যকার, বুদ্ধিজীবীরা।



উপস্থিত ছিলেন চিত্র পরিচালক কিউ, অভিনেতা বাদশা মৈত্র, লেখক দিবেন্দু পালিত, সাংবাদিক ইমানুল হক, শবনম হাসমি, নাট্যকার উষা গাঙ্গুলী, চিত্র পরিচালক তরুণ মজুমদার, চিত্রশিল্পী ওয়াসিম কাপুর, সাংবাদিক গীতেশ শর্মা।

এছাড়া আরও উপস্থিত ছিলেন প্রয়াত সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়ের সহধর্মিণী স্বাতী গঙ্গোপাধ্যায়সহ আরও অনেকে।

বক্তারা সকলকে মনে করিয়ে দেন পৃথিবীর বিভিন্ন দেশে রাজনীতিতে ধর্মের অনুপ্রবেশের ফলে কিভাবে দেশগুলোর শান্তি-শৃঙ্খলা ব্যাহত হয়েছে। মৌলবাদের বিপদ নিয়ে সকলেই জনগণকে সতর্ক থাকার আবেদন জানান।

বিশিষ্ট সাংবাদিক লেখক গীতেশ শর্মা বলেন বিদ্রোহী কবি কাজী নজরুলের আদর্শ, চিন্তা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে এবং এর প্রধান দায়িত্ব নিতে হবে বুদ্ধিজীবীদের।

সাংবাদিক ইমানুল হক বলেন, ভারতের চিন্তা চেতনার রাজধানী পশ্চিমবঙ্গ থেকেই রাজনীতিতে মৌলবাদের বিরুদ্ধে এবং ধর্ম নিরপেক্ষতার পক্ষে জোরালো আওয়াজ ওঠা অত্যন্ত জরুরী।

বাংলাদেশ সময়: ২২৩৩ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৪


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।