ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ভারতের লোকসভা আসন, ছোট থেকে ৬১ গুণ বড়টি

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৯ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৪
ভারতের লোকসভা আসন, ছোট থেকে ৬১ গুণ বড়টি

আগরতলা (ত্রিপুরা): লোকসভা নির্বাচন পৃথিবীর সর্ব বৃহৎ গণতান্ত্রিক দেশ ভারতে এক মেগা ইভেন্ট। লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে গোটা দেশ আন্দোলিত হয়।

এ দেশে হরেক উৎসব, হরেক পার্বণ উদযাপিত হলেও ভোট উৎসবের মতো উত্তেজনা আর কোথাও দেখা যায় না।

ভোটকে কেন্দ্র করে এ দেশে যত বৈচিত্র্য চোখে পড়ে আর কিছুতেই তা দেখা যায় না। নির্বাচনের বিশেষ দিকে আমরা চোখ রাখছি বড়-ছোট নির্বাচনী কেন্দ্রের দিকে।
দেশের লোকসভা আসনের সংখ্যা বা লোকসভা নির্বাচনী সংখ্যা ৫৪৩টি। এই ৫৪৩টি আসন একটি অন্যটি থেকে বিভিন্ন দিক থেকে আলাদা। নির্বাচনী ক্ষেত্রের আয়তন, ভোটার সংখ্যা, ভোটারদের বৈচিত্র্য এই ভিন্নতা সৃষ্টি করেছে।

ভোটার সংখ্যার নিরিখে দেশের সবচেয়ে বড় লোকসভা কেন্দ্রটি সবচেয়ে ছোট কেন্দ্রটির তুলনায় প্রায় ৬১ গুণ বড়।  

দেশের মধ্যে সবচেয়ে বড় পাঁচটি লোকসভা কেন্দ্রের ভোটারের সংখ্যা ১ কোটি ১৬ লক্ষ ৫১ হাজার ২৪৯। সবচেয়ে ছোট পাঁচটি কেন্দ্রের ভোটারের মোট সংখ্যা ৭ লক্ষ ৫৬ হাজার ৮২০। যার অর্থ প্রথম পাঁচটি শেষ পাঁচটির তুলনায় প্রায় ১৫ গুন বড়।

আয়তনের দিকে তাকালে সবচেয়ে বড় কেন্দ্রটি সবচেয়ে ছোটটির তুলনায় প্রায় ১৫ গুণ বড়। হয়তো ভারতীয় সমাজ এবং অর্থনীতিতে আজ যে বৈষম্য চোখে পড়ে তা নিহিত আছে লোকসভা কেন্দ্রগুলোর এই বৈষম্যের মধ্যেই।

দেশের সবচেয়ে বড় লোকসভা কেন্দ্রটি অন্ধ্রপ্রদেশের মালকাজগিরি। ভোটার সংখ্যা ২৯ লক্ষ ৫৩ হাজার ৯১৫। দ্বিতীয় স্থানে আছে উত্তরপ্রদেশের গাজিয়াবাদ কেন্দ্র। সেখানে ভোটার সংখ্যা ২২ লক্ষ ৬৩ হাজার ৯৬১।

তৃতীয় স্থানে আছে কর্ণাটকের ব্যাঙ্গালোর নর্থ আসনটি। ভোটার সংখ্যা ২২ লক্ষ ২৯ হাজার ৬৩ জন। চতুর্থ স্থানে রয়েছে উত্তরপ্রদেশের উন্নাও কেন্দ্রটি। ভোটার সংখ্যা ২১ লক্ষ ১০ হাজার ৩৮৮ জন। পঞ্চম স্থানে রয়েছে দিল্লির নর্থ ওয়েস্ট কেন্দ্রটি। সেখানে ভোটার ২০ লক্ষ ৯৩ হাজার ৯২২ জন।
সবচেয়ে কম ভোটার লাক্ষাদ্বীপ কেন্দ্র। সেখানে ভোটার মাত্র ৪৭ হাজার ৯৭২ জন। এর উপরেই রয়েছে দমন দিও আসনটি। সেখানে ভোটার ১ লক্ষ ২ হাজার ২৬০। তৃতীয় স্থানে জম্মু কাশ্মীরের লাদাখ কেন্দ্রটি, ভোটার সংখ্যা ১ লক্ষ ৫৯ হাজার ৯৪৯।

চতুর্থ স্থানে রয়েছে দাদরা নগর হাভেলি কেন্দ্রটি। ভোটার সংখ্যা ১ লক্ষ ৮৮ হাজার ৭৮৩। পঞ্চম স্থানে রয়েছে আন্দামান নিকবোর আসনটি। সেখানে ভোটার রয়েছেন ২ লক্ষ ৫৭ হাজার ৮৫৬।
 
বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।