ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ভারতের দ্বিতীয় দফা ভোট বুধবার

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০২ ঘণ্টা, এপ্রিল ৮, ২০১৪
ভারতের দ্বিতীয় দফা ভোট বুধবার

আগরতলা (ত্রিপুরা): প্রথম পর্বের ভোট শেষ হওয়ার পর বুধবার ভারতের লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণ শুরু হবে।  

ভারতের ষোড়শ লোকসভা নির্বাচনের ভোট শুরু হয়েছে সোমবার থেকে।

ওই দিন ত্রিপুরার একটি এবং আসামের পাঁচটি আসনে ভোট গ্রহণ হয়। প্রথম দফার ভোটের পরই শুরু হয়ে গেছে দ্বিতীয় দফার প্রস্তুতি।

সূত্র জানায়, বুধবার অরুনাচল প্রদেশ, মণিপুর, মেঘালয় এবং নাগাল্যান্ডে নির্বাচন হবে। এছাড়া অরুনাচলের ৬০ সদস্য বিশিষ্ট বিধানসভারও ভোট হবে।

অরুনাচল প্রদেশ এবং মেঘালয়ে রয়েছে দুটি করে লোকসভা আসন এবং মণিপুর ও নাগাল্যান্ডে রয়েছে একটি আসন।

এই ছয়টি লোকসভা আসন এবং অরুনাচলের বিধানসভা ভোটের জন্য সরব প্রচার সোমবার বিকেলে শেষ হয়েছে।

এদিকে ওই ছয় আসনের মধ্যে চারটি রয়েছে কংগ্রেসের দখলে। আর একটি করে আসন রয়েছে ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি এবং নাগা পিপলস ফ্রন্টের।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।