ঢাকা, বৃহস্পতিবার, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৯ মে ২০২৫, ০১ জিলহজ ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

আত্মসমর্পণ করে জামিন নিলেন পি সি সরকার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪৮, এপ্রিল ২, ২০১৪
আত্মসমর্পণ করে জামিন নিলেন পি সি সরকার

কলকাতাঃ  পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কটাক্ষ করায় নির্বাচনী আচরণ বিধি ভঙ্গের অভিযোগে গ্রেপ্তারি এড়াতে আদালতে আত্মসমর্পণ করে জামিন নিলেন পশ্চিমবঙ্গের বারাসাত লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জাদুকর পি সি সরকার(জুনিয়র)

নির্বাচনী প্রচারকালে তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সম্পর্কে অসাংবিধানিক শব্দের ব্যবহার করেন। তার বক্তব্যের প্রতিবাদ করে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানান তৃণমূল কংগ্রেস।



জেলা প্রশাসকও মঙ্গলবার পি সি সরকার (জুনিয়র)-এর বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ করেন। এর পরেই তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

এই গ্রেপ্তারি এড়াতেই নিজেই বুধবার দুপুরে সরাসরি বারাসাত আদালতে আত্মসমর্পণ করেন পি সি সরকার(জুনিয়র)।

আদালত  তিন হাজার রুপির বন্ডে তার জামিন মঞ্জুর করে।

বাংলাদেশ সময়: ১৫৪৭ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।