ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

অস্বস্তিতে পড়লেন রাহুল

ডেস্ক রিপোর্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৭ ঘণ্টা, এপ্রিল ৩, ২০১৪
অস্বস্তিতে পড়লেন রাহুল রাহুল গান্ধী

ঢাকা: ভারতের অন্য যেকোন লোকসভা নির্বাচন থেকে ২০১৪ সালের ১৬তম নির্বাচনটি বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কেননা রাজনৈতিক দলগুলো আগামীতে সরকার গড়বেন বলে ঘোষণা দিয়েছেন।



এসবের পাশাপাশি প্রার্থীদের পরষ্পরের প্রতি চলছে কাঁদা ছোড়াছুড়ি, হুমকি-ধামকি। আর তা নিয়ে নির্বাচন কমিশনকে শেষতক হস্তক্ষেপ পর্যন্ত করতে হচ্ছে।

এরই মাঝে চরম অস্বস্তিতে পড়ে গিয়েছে শাসকদল কংগ্রেস। বিড়ম্বনায় কংগ্রেসের সহ-সভাপতি রাহুল গান্ধী। নিজের লোকসভা কেন্দ্র আমেঠির বাসিন্দা হিসাবে যে তথ্য-প্রমাণ সোনিয়া পুত্র দিয়েছিলেন বৃহস্পতিবার তা খারিজ করে দিয়েছেন আমেঠির সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট।

রাহুল গান্ধীর আবেদন পত্র খারিজ করে দিয়ে আমেঠির এসডিও সাফ জানিয়েছেন কংগ্রেস সহ সভাপতি আমেঠির বাসিন্দা হওয়ার যে দাবি করেছেন তার কোন প্রমাণই নেই। শুধু তাই নয় তিনি যে মাঝে মাঝে আমেঠিতে এসে থাকেন মেলেনি তারও উপযুক্ত প্রমাণ।

গত ১০ বছর ধরে সংসদে আমেঠি থেকে নির্বাচিত কংগ্রেসের সহ-সভাপতি রাহুল । কিন্তু আমেঠির এসডিও-এর রায়ে এবার বিপাকে রাহুল।

আমেঠিতে রাহুলের বিরুদ্ধে লড়ছেন বিজেপির স্মৃতি ইরানি আর আপ-এর কুমার বিশ্বাস। এই কঠিন ত্রিমুখী লড়াইয়ে এবার খুব সহজে গান্ধী পরিবারের জয় হবে না বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

কুমার বিশ্বাস ইতোমধ্যেই আমেঠি থেকে জোরদার প্রচার শুরু করেছেন । গত কয়েক মাস ধরেই তিনি কার্যত কংগ্রেসের শক্ত ঘাঁটি আমেঠিতে ডেরা বেঁধেছেন।

তবে রাহুলের আর এক প্রতিদন্দ্বি নরেন্দ্র মোদী ঘনিষ্ট স্মৃতি ইরানি অবশ্য এখনও তাঁর লোকসভা কেন্দ্রে প্রচারে যেতে পারেননি।

বাংলাদেশ সময়: ১৩২৫ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।