ঢাকা, বৃহস্পতিবার, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৯ মে ২০২৫, ০১ জিলহজ ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

মনোনয়নপত্র জমা দিলেন আদবাণী

ডেস্ক রিপোর্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:১৯, এপ্রিল ৫, ২০১৪
মনোনয়নপত্র জমা দিলেন আদবাণী এল কে আদবাণী

ঢাকা: লোকসভা নির্বাচনে ভোটে লড়তে শনিবার মনোনয়নপত্র জমা দিলেন বিজেপির বর্ষীয়ান নেতা এল কে আদবাণী। সব জল্পনা-কল্পনা হটিয়ে অবশেষে গুজরাটের গান্ধীনগর থেকে ভোটে লড়ছেন বিজেপির এই লৌহ পুরুষ।



মনোনয়নপত্র জমা দেওয়ার সময় তিনি বলেন, তার দল লোকসভায় জয়লাভ করলে নরেন্দ্র মোদী হবেন ভারতের একজন ভাল প্রধানমন্ত্রী।

কোন কেন্দ্র থেকে ভোটে দাঁড়াবেন আদবাণী, তা নিয়ে দলের অন্দরে বিতন্ডা বেধে যায় গত মাসে। ভূপাল থেকে ভোটে দাঁড়াতে চেয়ে বিবাদের সূত্রপাত ঘটান আদবাণী।

আরএসএস ও দলের শীর্ষ নেতাদের মধ্যস্থতায় তিনি রাজি হন মোদীরই গান্ধীনগর থেকে ভোটে দাঁড়াতে।

আরএসএস ঘনিষ্ঠ মহলের মত সংঘ পরিবার কখনই চায়নি, মোদীর গুজরাট থেকে দাঁড়াতে রাজি নন আদবাণী।

বাংলাদেশ সময়: ১৩৪৬ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।