ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

লোকসভা নির্বাচন:

ত্রিপুরায় ভোট পড়েছে ৮৫ শতাংশের বেশি

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৮ ঘণ্টা, এপ্রিল ৭, ২০১৪
ত্রিপুরায় ভোট পড়েছে ৮৫ শতাংশের বেশি

আগরতলা (ত্রিপুরা): ভারতে লোকসভা নির্বাচনে ত্রিপুরায় ভোট পড়েছে প্রায় ৮৫ শতাংশ। আসামে ভোট পড়েছে প্রায় ৭৩ শতাংশ।

সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত প্রাথমিক হিসাবে এ তথ্য পাওয়া গেছে।

দুই রাজ্যেই ভোটের হার আরও কিছুটা বাড়বে বলে মনে করা হচ্ছে। কারণ সন্ধ্যা সাড়ে ছয়টায় যখন ভোটের হার জানানো হয় তখনও ত্রিপুরার প্রায় দু’শোটি পোলিং সেন্টারে ভোট গ্রহণ প্রক্রিয়া চলছিল।

সোমবার সকাল ৭টায় শুরু হয়েছে পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক দেশের ১৬তম লোকসভা নির্বাচন। ‌ এদিন ভোট হয়েছে ত্রিপুরার একটি এবং আসামের পাঁচটি আসনে। ভোট প্রক্রিয়া চলেছে শান্তিপূর্ণভাবে।

চারটি জায়গায় বিরোধী দলের নির্বাচনী এজেন্টদের মারধর করা হয়েছে বলে নির্বাচন দপ্তরে অভিযোগ জানানো হয়েছে।

তবে এদিন বেশিরভাগ জায়গায় বিরোধীদলের নির্বাচনী এজেন্টকে খুঁজে পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ২২৩২ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।