ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

মিজোরামে ২য় দফায় ভোট শুক্রবার

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৬ ঘণ্টা, এপ্রিল ৮, ২০১৪
মিজোরামে ২য় দফায় ভোট শুক্রবার

আগরতলা (ত্রিপুরা): মিজোরামে বুধবার দ্বিতীয় দফায় লোকসভার ভোট হবার কথা ছিল । কিন্তু সে রাজ্যে এদিন ভোট হচ্ছে না।

মিজোরামে লোকসভার ভোট হবে ১১ এপ্রিল। নতুন নির্ঘণ্ট প্রকাশ করেছে দেশের নির্বাচন কমিশন।

১১ এপ্রিল কোন রাজ্যের ভোট ছিল না। ওই দিনটি খালি রাখা হয়েছিল। এখন ১১ এপ্রিল ভোট নেয়া হবে মিজোরামে। মিজোরামে রয়েছে একটি লোকসভার আসন। মিজোরামের ৫ টি ছাত্র সংগঠন এবং বেশ কয়েকটি সামাজিক সংস্থা ভোট বয়কটের ডাক দেয়। তারা সোমবার থেকে ৭২ ঘণ্টার বন্ধের ডাক দিয়েছে।

এই সংগঠনগুলি হুমকির মুখে মূলত দেশের নির্বাচন কমিশন মিজোরামের ভোট পিছিয়ে দেয়ার সিদ্ধান্ত নেয়। মিজোরামের সংগঠনগুলি দাবি ছিল ত্রিপুরায় আশ্রয় নেয়া রিয়াং শরণার্থীরা যাতে মিজোরামে গিয়ে ভোট দেন।

কিন্তু সে দাবি উড়িয়ে দিয়ে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছিল শরণার্থী শিবিরে বসেই রিয়াং সম্প্রদায়ের মানুষ ভোট দেবেন।

কমিশনের সিদ্ধান্ত মোতাবেক ১ থেকে ৩ এপ্রিল শরণার্থীদের ভোট নেয়া হয় ক্যাম্পেই। এবার এই অজুহাতে মিজোরামে ভোট বয়কটের ডাক দেয়া হয়। যদিও কমিশন নতুন করে ভোটের দিন ঘোষণা করেছে।

বাংলাদেশ সময়: ১৪৫১ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।