ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

পশ্চিমবঙ্গের দ্বিতীয় দফার ভোটগ্রহণ শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪১ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৪
পশ্চিমবঙ্গের দ্বিতীয় দফার ভোটগ্রহণ শুরু

কলকাতা: পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফা এবং ভারতের লোকসভা নির্বাচনের সপ্তম দফার ভোটগ্রহণ শুরু হয়েছে।

বৃহস্পতিবার ভারতীয় সময় সকাল ৭টা থেকে পশ্চিমবঙ্গের ৬ টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়।

কেন্দ্রগুলো হচ্ছে- রায়গঞ্জ, বালুরঘাট, মালদা উত্তর এবং মালদা দক্ষিণ, মুর্শিদাবাদ এবং জঙ্গিপুর।

নির্বাচন কমিশন সূত্র জানায়, ১৭৯ টি স্পর্শকাতর বুথে সিসি ক্যামেরা বসানো হয়েছে। কলকাতার নির্বাচন কমিশনের দপ্তরে বসে আধিকারিক এই বুথগুলোতে সরাসরি এ প্রক্রিয়ার নজরদারি করতে পারবেন।  

৪ টি লোকসভা কেন্দ্রে ৭ টি বিশেষ পর্যবেক্ষণ ক্যামেরা যুক্ত গাড়ি টহল দিচ্ছে। মালদা উত্তর এবং দক্ষিণে ২ টি করে এই ধরনের পর্যবেক্ষণ ক্যামেরা যুক্ত গাড়ি মুর্শিদাবাদে ২টি এবং বালুর ঘাটে একটি এই ধরনের গাড়ি নজরদারি চালাচ্ছে বলে জানা গেছে।

ভারতীয় সময় সকাল ৯ পর্যন্ত রায়গঞ্জে ১৯ শতাংশ, বালুর ঘাটে ২০শতাংশ, মালদা উত্তর কেন্দ্রে ২২ শতাংশ, মালদা দক্ষিণ কেন্দ্রে ২৩ শতাংশ এবং জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে ২৩ শতাংশ ভোট পড়েছে।

এ পর্যন্ত কিছু এলাকায় যান্ত্রিক যান্ত্রিক ত্রুটি ছাড়া কোনো বড় ধরনের সমস্যার খবর পাওয়া যায় নি বলে নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে।

একই দিনে বিহার, মধ্যপ্রদেশ, তামিল নাড়ু, আসাম, ছত্তিসগড়, জম্মু-কাশ্মীর, ঝাড়খণ্ড, মহারাষ্ট্র, পণ্ডিচারী, রাজস্থান এবং উত্তর প্রদেশে ভোটগ্রহণ চলছে।

বাংলাদেশ সময়: ১১৩৩ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।