ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

মোদিকে শয়তান বললেন মমতা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৯ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৪
মোদিকে শয়তান বললেন মমতা

কলকাতা: বিজেপি’র প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র দামোদর দাস মোদীকে শয়তান, দাঙ্গাবাজ, নির্বোধ বলে অভিহিত করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সোমবার বিকেলে হাওড়া জেলায় তৈরি নতুন মহাকরনের ষোল তলায় দাঁড়িয়ে সাংবাদিকদের তিনি এ মন্তব্য করেন।



মমতা বলেন নরেন্দ্র মোদি জাত-পাতের রাজনীতি করছেন। তিনি প্রধানমন্ত্রী হলে দেশে কালো দিন ঘনিয়ে আসবে।

রোববার শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের সততা নিয়ে প্রশ্ন তোলেন মোদি। তিনি সরাসরি তার ছবির ক্রেতাদের নাম প্রকাশ্যে আনার দাবি জানান।

ছবি বিক্রি নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করা হলে মুখ্যমন্ত্রী জানান তার দলে অন্তত ৫ হাজার নেতা আছেন যারা এ সম্পর্কে বলতে পারবেন। তিনি নিজে এই নিয়ে কিছু বলতে অস্বীকার করেন।

প্রসঙ্গত, নবান্নে সংবাদ বৈঠক করা যাবে না বলে নিয়ম জারি করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বিকেলে তিনি নিজেই নবান্নে সংবাদ বৈঠকের ডাক দেন।
 
বাংলাদেশ সময়: ২২১৫ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।