ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

সারদাকর্তা আর তৃণমূলের একই সুর: অধীর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫২ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৪
সারদাকর্তা আর তৃণমূলের একই সুর: অধীর রেল প্রতিমন্ত্রী অধীর রঞ্জন চৌধুরী

কলকাতা: সারদাকর্তা সুদীপ্ত সেন আর রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস একই সুরে কথা বলছেন বলে মন্তব্য করেন ভারতের রেল প্রতিমন্ত্রী অধীর রঞ্জন চৌধুরী।  

তিনি দাবি করেন, পশ্চিম বঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আঁকা ছবি কিনেছেন সুদীপ্ত সেন।

দরকার হলে তিনি এর প্রমাণ দাখিল করবেন।

সারদা তদন্ত প্রসঙ্গে রাজ্য কংগ্রেসের এ শীর্ষ নেতা বলেন, রাজ্য পুলিশের তদন্তে তার আস্থা নেই। তিনি এ ঘটনার সিবিআই তদন্ত দাবি করেন।

এ ঘটনায় গ্রেপ্তার হওয়া সাবেক তৃণমূল সাংসদ কুণাল ঘোষের গোপন জবানবন্দির প্রসঙ্গ টেনে বলেন, কুণাল ঘোষকে কথা বলতে দিলে অনেক তথ্য সামনে চলে আসবে।

কলকাতায় জার্নালিস্ট ক্লাবে গত মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রেল প্রতিমন্ত্রী অধীর রঞ্জন চৌধুরী জানান, মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় রেলমন্ত্রী থাকাকালীন রেলের বিচ্ছিন্ন বিজ্ঞাপন এবং অনুষ্ঠানে অনেক অপ্রয়োজনীয় খরচ করেছেন।

এদিন অধীর সাংবাদিকদের সঙ্গে আলোচনায় ভারতীয় জনতা পার্টি-বিজেপির প্রধানমন্ত্রী প্রার্থী নরেন্দ্র মোদীরও কঠোর সমালোচনা করেন।

বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, ২৯ এপ্রিল, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।