ঢাকা, সোমবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৬ মে ২০২৫, ২৮ জিলকদ ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

জন্মদিনে কলকাতায় সত্যজিৎ-স্মরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:১৩, মে ২, ২০১৪
জন্মদিনে কলকাতায় সত্যজিৎ-স্মরণ সত্যজিৎ রায়

কলকাতা: ৯৩তম জন্মদিনে অস্কারজয়ী চিত্রপরিচালক সত্যজিৎ রায়কে স্মরণ করছে কলকতার চলচ্চিত্রকর্মী ও গুণগ্রাহীরা।

শুক্রবার সকালে এ উপলক্ষে সত্যজিৎ রায়ের বিশপ লেফ্রয় রোডের বাড়িতে পরিবারিকভাবে অনুষ্ঠানের আয়োজন করা হয়।



সকাল থেকেই গুণগ্রাহীরা সেখানে সত্যজিৎ রায়ের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তাদের মধ্যে ছিলেন সত্যজিৎ রায়ের বিভিন্ন ছবিতে কাজ করা শিল্পী এবং কলাকুশলীরা।

সত্যজিৎ রায়ের পরিবারের তরফ থেকে তার স্ত্রী বিজয়া রায় এবং পুত্র চিত্রপরিচালক সন্দীপ রায় অতিথিদের অভ্যর্থনা জানান।

বাংলাদেশ সময়: ১২৪৮ ঘণ্টা, ২ মে, ২০১৪


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।