ঢাকা, রবিবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৫ মে ২০২৫, ২৭ জিলকদ ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতায় স্বস্তির বৃষ্টি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২৯, মে ৩, ২০১৪
কলকাতায় স্বস্তির বৃষ্টি সংগৃহীত

কলকাতা: কয়েকদিন টানা তাপপ্রবাহের পর অবশেষে কলকাতায় এলো স্বস্তির বৃষ্টি।

শুক্রবার সন্ধ্যায় এ বৃষ্টির শুরু।

যার রেশ চলেছে মধ্যরাত পর্যন্ত।

বৃষ্টির ফলে রাজ্যের অনেক জায়গায় শনিবার ঠাণ্ডা হাওয়া বয়ে গেছে। এ দিন সকাল থেকেই কলকাতার আকাশে কালো মেঘ ঢেকে দিয়েছিল টানা দেড় মাসের তাপ প্রবাহের খলনায়ক সূর্যকে।

বেলা এগারটা থেকে শুরু কালো মেঘের উপস্থিতি যেন জানান দিচ্ছে আরো তুমুল  বৃষ্টির আগমনবার্তা।
 
বাংলাদেশে বৃষ্টি হচ্ছে শুনে ৪২ ডিগ্রি গরমে কলকাতার এক ব্যাক্তি বলেছিলেন, বাংলাদেশের মানুষ ভাগ্যবান, আমরা নরেন্দ্র মোদী....।

পরে পরিস্কার করে জানতে চাওয়ায় তিনি হেসে উত্তর দেন, একদিকে মোদীর নির্বাচনি উত্তাপ আর অন্যদিকে তাপপ্রবাহে ক্লান্ত মানুষ।

যদিও বৃষ্টির ফলে কিছুটা ক্ষতিগ্রস্ত হলো রাজনৈতিক প্রচার তবুও এই বৃষ্টি কলকাতার নাগরিকদের ফিরিয়ে দিলো শান্তি এবং স্বস্তির বন্যা।

বাংলাদেশ সময়: ১৪৪৬ ঘণ্টা, মে ৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।